Homeপ্রযুক্তিআধার কার্ড নিয়ে চিন্তিত? জানুন, ৪ রকম উপায়ে ব্যবহার করতে পারেন এই...

আধার কার্ড নিয়ে চিন্তিত? জানুন, ৪ রকম উপায়ে ব্যবহার করতে পারেন এই গুরুত্বপূর্ণ নথি

প্রকাশিত

আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিংয়ের মতো অনেক কাজে আধার নম্বর প্রয়োজন। আধারের সঙ্গে বায়োমেট্রিক বিবরণ যুক্ত থাকে। এ ছাড়া এতে আধার কার্ডধারীর বাড়ির ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম অন্তর্ভুক্ত থাকে। ব্যক্তিগত কাজেও আধার কার্ডের ব্যবহার বেড়েছে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের মাধ্যমে যাচাইয়ের জন্য নাগরিকদের ১২ সংখ্যার শনাক্তকরণ নম্বর দেয়। যা কোনো ভারতীয়কে শনাক্ত করতে ব্যবহৃত হয়। চারটি উপায়ে আপনি নিজের আধার কার্ড তৈরি করতে পারবেন।

১. আধার লেটার

আধার লেটার জারি করে ইউআইডিএআই। এটি একটি কাগজের উপর ল্যামিনেশন করা চিঠি। যাতে আধার ইস্যু করার তারিখ এবং মুদ্রণের তারিখ-সহ একটি কোড থাকে। নতুন আধার তৈরি করার সময় বা বায়োমেট্রিক্সে কোনো তথ্য আপডেট করলে এই আধার লেটার বিনামূল্যে পাওয়া যায়।

মনে রাখবেন, আসল আধার কার্ড হারিয়ে গেলে ফের নতুন আধার কার্ড তৈরি করানো যায়। এর জন্য, ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে ৫০ টাকা ফি দিয়ে অনলাইনে অর্ডার দেওয়া যায়।

২. পিভিসি আধার কার্ড

এ ধরনের আধার কার্ড পিভিসি-র উপর প্রিন্ট করা। এটা ব্যবহার করার দিক থেকেও বেশ ভালো। এতে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত তথ্য রয়েছে এবং একটি ডিজিটাল স্বাক্ষর, আধার সিকিউরিটি কোড, সেই সঙ্গে ছবি ও অন্যান্য তথ্যও থাকে। স্পিড পোস্টের মাধ্যমে আবেদনকারীর ঠিকানায় আধার পিভিসি কার্ড পাঠানো হয়। এর জন্য,ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে ৫০ টাকা ফি দিয়ে অনলাইনে অর্ডার দেওয়া যায়।

৩. এম আধার

এটি ইউআইডিএআই-এর তৈরি একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন। এই রেকর্ডে ডেমোগ্রাফিক তথ্য, ফটো এবং আধার নম্বর রয়েছে যাতে অফলাইন যাচাইকরণের জন্য একটি কোডও রয়েছে। আপনি এটিকে কোনো চার্জ ছাড়াই ডাউনলোড করতে পারেন। এটি বিমানবন্দর এবং রেলওয়েতে স্বীকৃত। ই-কেওয়াইসি-র জন্যও ব্যবহার করা যেতে পারে৷

৪. ই-আধার

ই-আধার হল আধারের ডিজিটাল রূপ, যা একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত এবং অফলাইন যাচাইকরণের জন্য একটি কোড যুক্ত থাকে। আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে ইউআইডিএআই-এর ওয়েবসাইটের সাহায্যে নিজের ই-আধার পেতে পারেন।

আরও পড়ুন: আধার নিয়ম সংশোধন কেন্দ্রের, ১০ বছরে ‘অন্তত এক বার’ এই কাজটি করা দরকার

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

মহুয়া মৈত্রের আইফোনে ‘রাষ্ট্রীয় মদতে’ হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

নিজেদের আইফোনে পাওয়া অ্যাপলের সতর্কবার্তা নিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মহুয়া মৈত্র, শশী...

মোবাইলে আচমকা বিকট শব্দ! কেন আসছে এই ‘ইমার্জেন্সি অ্যালার্ট’

কলকাতা: হঠাৎ করে মোবাইলে বিকট আওয়াজ। আর তারই সঙ্গে ভেসে উঠছে একটি ফ্ল্যাশ এসএমএস।...

সস্তায় ফ্লাইট টিকিট ও হোটেল পাওয়া এখন খুবই সহজ, গুগলের এই কৌশলটি জানেন তো?

আপনি কি এক শহর থেকে অন্য শহরে বা ভারতের বাইরে ভ্রমণ করেন? তা হলে...