Home প্রযুক্তি এআইয়ের চেয়েও বুদ্ধিমান, আসল মানবমস্তিষ্কের কোষ ব্যবহার করে তৈরি হল হিউমানয়েড রোবট

এআইয়ের চেয়েও বুদ্ধিমান, আসল মানবমস্তিষ্কের কোষ ব্যবহার করে তৈরি হল হিউমানয়েড রোবট

0

মৌ বসু

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার কোনো মিল নেই। উন্নত হলেও মানুষের বুদ্ধিমত্তার স্তরে কখনও পৌঁছোতে পারবে না এআই প্রযুক্তি। বিজ্ঞানীরা এবার মানবমস্তিষ্কের আসল কোষ ব্যবহার করে এমন এক হিউমানয়েড রোবট তৈরি করেছেন যা ভবিষ্যতে হাইব্রিড হিউম্যান ও রোবট ইন্টেলিজেন্সের পথ প্রশস্ত করতে পারে। চিনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন হিউমানয়েড রোবট তৈরি করেছেন মানবমস্তিষ্কের কোষ ব্যবহার করে।

নিউ অ্যাটলাসের গবেষণা রিপোর্টের তথ্য অনুযায়ী, নয়া হিউমানয়েড রোবটকে বলা হচ্ছে ‘ব্রেন অন এ চিপ’। এই অভিনব রোবট তৈরি করতে যে স্টেম সেল তৈরি করা হয়েছে তা আদতে মানুষের মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়ার কথা ছিল। 

গবেষকরা জানান, রোবটে ব্যবহার করা কোষ ইলেকট্রোডের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি রোবটকে তথ্য পাঠানো ও বিভিন্ন কাজ করতে পারদর্শী করে তোলে। পাশাপাশি এটি চারপাশে থাকা জিনিসপত্র, বস্তু ঘুরেফিরে নেভিগেট করে চিহ্নিত করতে সাহায্য করে। এটি কোনো জিনিসকে আঁকড়ে ধরতেও সাহায্য করে।

হিউমানয়েড রোবটটিকে বিশ্বের প্রথম ‘ওপেন সোর্স ব্রেন অন চিপ ইন্টেলিজেন্ট কমপ্লেক্স ইনফরমেশন সিস্টেম’। তাই এটি সাধারণ রোবটের চেয়ে এই রোবট একদম আলাদা বলে দাবি চিনা গবেষকদের। গবেষকদের মতে, সাধারণ রোবট আগে থেকে ইনপুট করা তথ্যের ভিত্তিতে সাড়া দিয়ে থাকে। নয়া রোবট মস্তিষ্কের ইমপ্ল্যান্ট ব্যবহার করে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারদর্শী। মানবমস্তিষ্কের আসল কোষ দিয়ে তৈরি বলে এই রোবট বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে। হাত-পা নাড়াচাড়া করার মাধ্যমে আশপাশের বস্তু উপলব্ধি করতে পারে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে ক্যাপশন সমেত ফোটো ফরওয়ার্ড করতে পারছেন না? জানুন কী ভাবে করবেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version