আবারও কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার (Twitter)। জানা গিয়েছে, নিজের সেলস অ্যাডভারটাইজমেন্ট টিম (advertising sales team) থেকে আরও কর্মী ছাঁটাই করেছে সংস্থা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত মাসে সোশ্যাল মিডিয়া কোম্পানির সেলস এবং মার্কেটিং কর্মী সংখ্যা ছিল প্রায় ৮০০। তবে সেখান থেকে ঠিক কতজনকে ছাঁটাই করা হচ্ছে, সেই সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
বিলিওনেয়ার ইলন মাস্কের (Elon Musk) টুইটার সম্প্রতি ভারতে নিজের তিনটি অফিসের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। সেখানকার কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এই পদক্ষেপটি খরচ কমাতে এবং সোশ্যাল মিডিয়া জগতে লড়াইয়ে টিকে থাকার কৌশলের অংশ বলে জানা গিয়েছে।
ভারতে টুইটারের অফিসগুলি ছিল দেশের রাজধানী নয়াদিল্লি, বাণিজ্যনগরী মুম্বই এবং প্রযুক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে। নয়াদিল্লি এবং মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বেঙ্গালুরু অফিস খোলা রেখেছে। কারণ দক্ষিণের অফিসের বেশিরভাগই ইঞ্জিনিয়ার। গত বছর টুইটারের মালিকানা হস্তান্তরের পর থেকেই কর্মী ছাঁটাই চলছে সংস্থায়।
৪,৪০০ কোটি ডলারে মালিকানা বদলের পরই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রায় চার হাজারের মতো কর্মীকে ছাঁটাই করেছেন। এমনকী, সংস্থার সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal)-সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে ভারতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার।
ভারতে টুইটার যে কর্মচারীদের বরখাস্ত করেছে, তাঁদের প্রায় ৭০ শতাংশ প্রডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করতেন। মার্কেটিং, পাবলিক পলিসি এবং কর্পোরেট কমিউনিকেশন বিভাগের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। বিশ্বব্যাপী সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছে টুইটার।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও হার অস্ট্রেলিয়ার, ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ দখলে রাখল ভারত