কলকাতা : ভ্রমণপিপাসু মানুষদের জন্য আরও সুখবর। এবার খুব সহজেই জল পথে করা যাবে ভ্রমণ। বারাণসী থেকে কলকাতা এবং ঢাকা হয়ে পৌঁছানো যাবে ডিব্রুগড়। চলতি মাসের ১৩ তারিখেই উদ্বোধন হবে ক্রুজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণরূপে ভারতে তৈরি এই জাহাজ কাশীর ঘাট থেকে যাত্রা শুরু করবে। কাশী থেকে বগিবিল (ডিব্রুগড়) এই ক্রুজ যাত্রা মোট ৩২০০ কিলোমিটার হবে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার মধ্য দিয়ে যাওয়া এই যাত্রা আপনাকে জল ভ্রমণের রোমাঞ্চ অনুভব করাবে।
এই যাত্রা ভারত ও বাংলাদেশের ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে এবং ৫০টিরও বেশি স্থানে থামবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান-সহ পার্কগুলির মধ্য দিয়েও যাবে এই যাত্রা। দীর্ঘ ভ্রমণে বিনোদনের জন্য থাকবে সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফিটনেসের জন্য জিম ইত্যাদির সুবিধা থাকবে। জানা যাচ্ছে এই ক্রুজটি সম্পূর্ণরূপে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং সম্পূর্ণ নিরাপদ।