Homeভ্রমণভ্রমণের খবর৭০০ বছরের পুরনো অসমের মৈদামকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা

৭০০ বছরের পুরনো অসমের মৈদামকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা

প্রকাশিত

অসম: ৭০০ বছরের পুরনো অসমের মৈদামকে ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’ বিশ্বের ঐতিহ‌্যবাহী স্থানের মর্যাদা প্রদান করেছে। চরাইদেও এলাকার মৈদাম সমাধিক্ষেত্রগুলিকে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ঐতিহাসিক ঘোষণাটি অসমের পর্যটনকে নতুন মাত্রা এনে দেবে।

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এখনও পর্যন্ত ১৬৮ দেশের ১,১৯৯টি স্থান অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ভারতের ৪৪টি স্থান রয়েছে। ‘অসমের পিরামিড’ নামে পরিচিত মৈদাম অহোম রাজত্বের সময়কালে নির্মিত হয়েছিল। ১৩ থেকে ১৯ শতক পর্যন্ত এই রাজত্বে ৩৮৬টি মৈদাম আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ৯০টির রক্ষণাবেক্ষণ চলছে। অহোম রাজাদের মৃত্যুর পর তাঁদের প্রিয় জিনিসপত্রসহ মিশরের পিরামিডের ধাঁচে সমাধিস্থ করা হত, আর সেই সমাধির উপরে তৈরি হত মাটি ও পাথরের গম্বুজাকৃতি ঢিপি।

অচেনা গোয়াকে চেনাতে গোয়া পর্যটনের উদ্যোগ ‘গোয়া বেয়ন্ড বিচেস’

গত বছর কেন্দ্রীয় সরকার ইউনেসকোর কাছে মৈদামকে বিশ্ব ঐতিহ‌্যবাহী স্থানের মর্যাদা দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিল। দিল্লিতে অনুষ্ঠিত ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’র অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী এই উপলক্ষে ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই খবরে আনন্দ প্রকাশ করে বলেন, “ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মৈদামের অন্তর্ভুক্তি ভারতের জন্য খুবই গর্বের। আশা করি, অহোম রাজত্ব ও তাঁদের সংস্কৃতি সম্পর্কে আরও বেশি মানুষ জানতে পারবে।”

মৈদাম এখন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘোষণা অসমের সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।