Homeভ্রমণভ্রমণের খবরপাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই...

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

প্রকাশিত

মেঘ-কুয়াশার চাদরে মোড়া পাহাড়ি গ্রাম, সবুজ উপত্যকার বুকভরা পাখির কলরব—এ যেন প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র! কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম ঝান্ডি এখন সেই ছবিরই বাস্তব রূপ। সারা বছর জুড়েই এখানে চলে মেঘ আর কুয়াশার যুগলবন্দি। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে ক্রমে এই গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের স্বর্গরাজ্য

সম্প্রতি ঝান্ডির জঙ্গলে দেখা গেছে এক বিরল প্রজাতির পাখি—রুফাস নেকড হর্নবিল (লালঘাড় ধনেশ)। শুধু তাই নয়, বর্তমানে এখানে প্রায় ১৫০-র বেশি প্রজাতির পাখি বসবাস করছে বলে জানিয়েছে বনদফতর। এর মধ্যে রয়েছে স্কারলেট ফিঞ্চ, স্যাফায়ার ফ্লাই ক্যাচার, হিমালয়ান কিউটিয়া, রেড হেডেড ট্রোগন-এর মতো বিরল নামও।

বন দফতরের এক আধিকারিকের কথায়, “ঝান্ডিকে আমরা সংরক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। পাখিদের স্বাভাবিক জীবনযাপন যেন নষ্ট না হয়, সেটাই এখন প্রধান লক্ষ্য।”

বন দফতর স্পষ্ট জানিয়েছে—ঝান্ডিতে পর্যটনের বাণিজ্যিকীকরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁদের বার্তা, “আমরা চাই না ঝান্ডি লাটপাঞ্চারের মতো ভিড়ভাট্টার জায়গা হয়ে উঠুক। এখানে পাখিরা যেন শান্তিতে বাঁচতে পারে, সেটাই আসল উদ্দেশ্য।”

এই দর্শনকেই ভিত্তি করে এখন ঝান্ডি চলছে ‘Conservation by Isolation’ নীতিতে—অর্থাৎ, প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়াই সংরক্ষণের শ্রেষ্ঠ উপায়।

ঝান্ডির পাখিদের নিয়ে এখন গবেষণাও শুরু হয়েছে। বনকর্মীরা নিয়মিত নজর রাখছেন যেন বাইরের হস্তক্ষেপ না বাড়ে। পরিবেশপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছে ঝান্ডি ইতিমধ্যেই ‘বার্ড প্যারাডাইস অব কালিম্পং’ নামে পরিচিতি পেয়েছে।

প্রকৃতি এখানে কথা বলে, বাতাসে মিশে থাকে পাহাড়ি সুর, আর গাছেদের ডালে ভেসে আসে অজস্র পাখির গান। তাই ঝান্ডিতে গেলে একটাই অনুরোধ— পাখিদের বিরক্ত না করে উপভোগ করুন তাদের স্বর্গরাজ্যের নিস্তব্ধ সৌন্দর্য।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

আরও পড়ুন

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।