Homeভ্রমণভ্রমণের খবরপুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

প্রকাশিত

পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য সুখবর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) চালু করতে চলেছে বিশেষ পর্যটন প্যাকেজ—‘সবুজের পথে হাতছানি’। বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হবে এই পরিষেবা। বৃহস্পতিবার ময়নাগুড়িতে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ৭০০ থেকে ২৫০০ টাকার মধ্যেই মিলবে এই ভ্রমণ প্যাকেজ। খাওয়াদাওয়াও থাকবে এর অন্তর্ভুক্ত।

চেয়ারম্যান বলেন, “আমরা পর্যটকদের জন্য একদিনে ঘুরে ফেরা থেকে শুরু করে দু’দিন একরাত এবং সর্বোচ্চ তিনদিন দু’রাতের প্যাকেজ তৈরি করছি। শিগগিরই সব চূড়ান্ত করে জানানো হবে। অনলাইন ও অফলাইনে বুকিংয়ের ব্যবস্থা থাকবে। রেলস্টেশন, বাসস্ট্যান্ডে মাইকিং, লিফলেট বিলি ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।”

প্রাথমিকভাবে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে প্যাকেজ বাস চালানো হবে। প্রতিটি জায়গায় থাকবে দু’টি করে বাস—১৬ সিট ও ২৬ সিটের। পর্যটকদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে নিগম।

প্যাকেজে সিকিমের গ্যাংটক ভ্রমণ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, ঝালং, বিন্দু, লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তীসহ ডুয়ার্সের জনপ্রিয় গন্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া, উত্তরবঙ্গের পুজো পরিক্রমারও ব্যবস্থা থাকবে—মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত মূলত প্রবীণদের ঠাকুর দেখানোর বিশেষ পরিষেবা চালাবে এনবিএসটিসি।

এই উদ্যোগে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। লাটাগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, “খুব ভালো উদ্যোগ। এতে পর্যটকদের খরচ অনেকটাই কমবে। বিহার থেকে যদি সরাসরি ডুয়ার্সে সরকারি বাস চালানো যায়, তবে গোরুমারা ও লাটাগুড়ির পর্যটন আরও চাঙ্গা হবে।”

পুজোয় বাড়তি বাসও নামানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। বর্তমানে উত্তরের বিভিন্ন জেলা থেকে রোজ কলকাতা রুটে ১১টি বাস চলে। পুজোর সময় আরও ১০টি বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, দীঘাগামী বাসও সপ্তাহে দু’দিনের বদলে চারদিন চালানো হবে।

আরও পড়ুন: জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।