Homeভ্রমণভ্রমণের খবরভোট কাটতে না কাটতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দার্জিলিং-এ

ভোট কাটতে না কাটতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দার্জিলিং-এ

প্রকাশিত

দার্জিলিং: ঠিক এই সময় থেকেই পর্যটন মরশুমে ভাটা পড়তে শুরু করে। গরমের ছুটির পরে ছেলেমেয়েদের স্কুল খুলে যায়। এসে যায় বর্ষারও মরশুম। কিন্তু এবার যেন ছবিটা একেবারে উলটো। সবাই যেন ভোট পর্যন্ত অপেক্ষা করছিল। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হতেই দার্জিলিঙে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে।

শেষ দফার ভোটের পর পর্যটক সমাগম আবার বাড়তে শুরু করেছে দার্জিলিঙে। সোমবার থেকেই কলকাতার বেশির ভাগ স্কুল খুলে যাবে। অথচ এখন দার্জিলিঙের হোটেল এবং গাড়ি ব্যবসায়ীরা বুকিং পাচ্ছেন। তাঁদের কাছে এখনও খোঁজখবর নিচ্ছেন পর্যটকরা, একেবারে এ মাসের শেষ পর্যন্ত হোটেল-গাড়ি বুকিং নিয়ে খোঁজখবর চলছে।

হোটেলে আগাম বুকিং না করে অনেকেই দার্জিলিং-এ উপস্থিত হচ্ছেন। এমনও হয়েছে, রাতে দার্জিলিং-এ পৌঁছে হোটেলে জায়গা না পেয়ে অনেকেই ম্যালে রাত কাটিয়ে পরের দিন সকালে পাহাড়ের অন্যত্র চলে গিয়েছেন । পর্যটকদের চাহিদা পূরণ করতে দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) পরিষেবা বাড়িয়েছে।

দার্জিলিং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস-এর (ডিএটিএ) তরফে বলা হয়েছে, ২০ জুন পর্যন্ত দার্জিলিং-এর সমস্ত হোটেল বুক্‌ড। শৈলশহরে এ বছরের জুনে পর্যটকদের যা ভিড় হচ্ছে তা কোভিড-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি।

কেভেন্টার্সের সামনে ব্রেকফাস্টের লাইন। ছবি: শ্রয়ণ সেন।

ডিএটিএ-র সাধারণ সম্পাদক প্রদীপ লামা বলেন, “২০ জুন পর্যন্ত এখানকার সব হোটেলে বুকিং রয়েছে। আমাদের আশা এ মাসের শেষ পর্যন্ত পর্যটকদের এই ভিড় চলবে। কারণ ভোটের জন্য যাঁরা ভ্রমণ পিছিয়ে দিয়েছিলেন, তাঁরা আসতে শুরু করেছেন। এখন তো ভোট শেষ। তাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মারাত্মক গরম থেকে বাঁচতে সবাই দার্জিলিঙে ভিড় জমাচ্ছেন।”

প্রদীপ লামা আরও বলেন, গত পাঁচ বছরে এত ভিড় হয়নি দার্জিলিঙে। হোটেলে তিলমাত্র জায়গা না পেয়ে অনেকেই ফিরে গিয়েছেন।’

দার্জিলিং হিমালয়ান রেলের অতিরিক্ত পরিষেবা

দার্জিলিং-এ এত পর্যটক সমাগম হয়েছে যে, দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) আর-একটি অতিরিক্ত ডিজেলচালিত টয় ট্রেন বাড়িয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। একটি অতিরিক্ত ট্রেন চালালে আরও ৮৯ যাত্রীকে নেওয়া যায়। “পার্বত্য ট্রেনের জন্য পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহ দেখে জয়-রাইডের জন্য আমরা একটি অতিরিক্ত টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি”, জানান ডিএইচআর-এর অধিকর্তা অরবিন্দ মিশ্র।  

ডিএইচআর দার্জিলিং-ঘুম-দার্জিলিং জয়-রাইড সার্ভিসে ১০টি ট্রেন চালায়। এর মধ্যে ৪টি স্টিমচালিত এবং ৬টি ডিজেলচালিত টয় ট্রেন।

আরও পড়ুন

কার্শিয়াংয়ে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে প্যারা গ্লাইডিং পরিষেবা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

আরও পড়ুন

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।