Homeভ্রমণভ্রমণের খবরপর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি দূরে।

মে মাসের গোড়াতেই এই পর্যটনস্থল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। ধর্মীয় রীতি মেনে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন লাচুংয়ের সামতেন চোলিং মন্যাস্টেরির বৌদ্ধ সন্ন্যাসীরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোটেল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং গাড়িচালকেরাও। স্থানীয় মানুষেরাও এসেছিলেন।  

স্থানীয় মানুষজনের কাছে সাংলাফু লেক ‘গ্রেট লেক’ নামে পরিচিত। স্থানীয়রা এই লেকটিকে খুব পবিত্র স্থান বলে মনে করেন। তাঁরা মনে করেন, এটি একটি তীর্থস্থান। এই লেকের ধারে গিয়ে তাঁরা প্রার্থনা করেন। এই লেকের জল তাঁদের কাছে খুবই পবিত্র। তাই এত দিন পর্যটকরা এখানে যেতে না পারলেও স্থানীয়দের যেতে কোনো বাধা ছিল না।

তবে এই গন্তব্যে পৌঁছোনো খুব একটা সহজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে যেতে হত। এখন সাংলাফু লেক পর্যন্ত তৈরি হয়েছে ফোর হুইল ড্রাইভের রাস্তা। তাই এবার থেকে উত্তর সিকিম গেলে লাচেন, গুরুদোংমার লেক, লাচুং, কাটাও, ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট দেখে ফিরে যাবেন না। অবশ্যই ঘুরে আসবেন সাংলাফু লেক। না গেলে পস্তাবেন।

তবে সেখানকার পরিবেশ রক্ষা করার কথা অবশ্যই মনে রাখবেন। পরিবেশ কোনোমতেই নষ্ট করা যাবে না। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক সঙ্গে রাখবেন না। আর লেকের আশপাশে থুতু ফেলা তো একেবারেই চলবে না। মনে রাখবেন, লেকের পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার অবশ্য কর্তব্য।

আরও পড়ুন

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।