Homeভ্রমণভ্রমণের খবরইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

ইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

প্রকাশিত

ভারতের ৪টি স্থানে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভমেলা অনুষ্ঠিত হয় – ইলাহাবাদ তথা প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এর মধ্যে আবার ইলাহাবাদ আর হরিদ্বারে ছ’ বছর অন্তর অর্ধকুম্ভ হয়। অর্থাৎ ইলাহাবাদ আর হরিদ্বারে কুম্ভমেলা ঘুরে ঘুরে আসে ছ’ বছর অন্তর। সে পূর্ণকুম্ভ হোক বা অর্ধকুম্ভ। এ বার ২০২৫ সালের গোড়াতেই ইলাহাবাদে বসবে পূর্ণকুম্ভ। উত্তরপ্রদেশ প্রশাসনের ভাষায় মহাকুম্ভের আসর।   

ইলাহাবাদে মেলাপ্রাঙ্গণ পরিবেশবান্ধব হিসাবে গড়ে তুলতে চেষ্টার কোনো কসুর করছে না উত্তরপ্রদেশ প্রশাসন। মেলায় আসা পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে অনলাইনে ই-রিকশা ও ই-অটো বুকিং পোর্টাল চালু করতে চলেছে উত্তরপ্রদেশের প্রশাসন। পরিবেশবান্ধব ‘গ্রিন মহাকুম্ভমেলা’র আয়োজনে পরিবেশবান্ধব নিরাপদ যানবাহনের ওপর জোর দেওয়া হয়েছে।

লাখ লাখ পুণ্যার্থী কুম্ভমেলায় আসবেন। তাঁদের কথা ভেবে ১৫ ডিসেম্বর থেকেই ই-ভেহিকল সিস্টেম চালু করা হবে। ওলা, উবরের মতো অনলাইন অ্যাপ নির্ভর গাড়ি পরিষেবা প্রদানকারী সংস্থার মতো কাজ করবে নয়া ই-ভেহিকল সিস্টেম। সরকার নির্ধারিত দামে রেলস্টেশন, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, হোটেলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ই-অটো বা ই-রিকশা বুক করা যাবে। এ ছাড়াও মহিলা যাত্রীদের সুবিধা ও সুরক্ষার কথা ভেবে মহিলা চালকদ্বারা চালিত পিঙ্ক ট্যাক্সি পরিষেবাও শিগগিরই চালু করা হবে।

কম্ফি ই মোবিলিটি নামক উত্তরপ্রদেশের স্টার্টআপ সংস্থা কুম্ভমেলায় প্রথমে ৩০০টি ই-রিকশা চালাবে। এ সব ই-রিকশার ভাড়া হবে ন্যায্য। যাত্রী সুরক্ষার বিষয় জোর দেওয়া হয়েছে। জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য চালকদের আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদেশি পর্যটকদের কথা বুঝতে অজানা ভাষা জানতে চালকদের গুগল ভয়েজ অ্যাসিসট্যান্ট ব্যবহারে সড়গড় করে তোলা হচ্ছে।

ইলাহাবাদে মহাকুম্ভমেলা উপলক্ষ্যে ৪৫ কোটি মানুষের জনসমাগম হতে পারে বলে আশা প্রশাসনের। তাই ই-যানবাহন ছাড়াও ৭ হাজার বাস ও ৩ হাজার অতিরিক্ত ট্রেন চালানো হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।