খবরঅনলাইন ডেস্ক: আজ ২৭ সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস। এ বছর এই দিবসের ৪৪তম বর্ষ।
বিশ্ব পর্যটন দিবস পালন করা শুরু হয় ১৯৮০ সাল থেকে। রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত বিশ্ব বাণিজ্য সংস্থা (ইউএনডব্লিউটিও, UNWTO) এই দিবস পালনের সূচনা করে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালনের একটি বিশেষ কারণ আছে। ১৯৭০ সালের এই দিনটিতেই রাষ্ট্রপুঞ্জের বিশ্ব বাণিজ্য সংস্থা জন্মলাভ করে। ১৯৮০ সালে সিদ্ধান্ত হয়, প্রতি বছর ইউএনডব্লিউটিও-র জন্মদিনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে।
কিন্তু পর্যটনের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক কী? আসলে যে কোনো দেশের অর্থনীতিতে পর্যটন একটি বিশাল বড়ো ভূমিকা পালন করে। পর্যটনের কারণে সংশ্লিষ্ট সেই অঞ্চলের অর্থনীতি সুদৃঢ় হয়, অঞ্চলের রাজস্ব বৃদ্ধি পায়। পর্যটকদের আরও আকর্ষণ করা, পর্যটনকে উন্নত করা এবং পর্যটন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
এই পর্যটন দিবস উদযাপনের উদ্দেশ্য হল পর্যটনের মাধ্যমে কর্মসংস্থানের প্রচার করা, পর্যটন সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পর্যটন-গন্তব্য সম্পর্কে আরও বেশি সংখ্যক মানুষকে তথ্য দেওয়া।
প্রতি বছর বিশ্ব পর্যটন দিবসে বিশ্বের একটি নির্দিষ্ট দেশের দিকে নজর দেওয়া হয়। এটাকে বলা হয় ‘থিম কান্ট্রি’। ২০২২ সালে বিশ্ব পর্যটন দিবসে ‘থিম কান্ট্রি’ ছিল ইন্দোনেশিয়া। এ বার সৌদি আরবকে বিশ্ব পর্যটন দিবসের ‘থিম কান্ট্রি’ করা হয়েছে।
এ বারও বিশ্ব পর্যটন দিবসের একটি বিশেষ থিম তথা ভাবনা রয়েছে। বিশ্ব পর্যটন দিবস ২০২৩ সালের থিম হল ‘ট্যুরিজ্ম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’, অর্থাৎ ‘পর্যটন এবং পরিবেশবান্ধব বিনিয়োগ।’