Homeরাজ্যমুর্শিদাবাদতৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকা

তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকা

প্রকাশিত

বুধবার থেকে আয়কর তল্লাশি চলছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা এবং তাঁর দফতর-সহ বিভিন্ন জায়গায়। আয়কর দফতর সূত্রে খবর, তিন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার সারা রাত ধরে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এর মধ্যে ছিল জাকির হোসেনের বাড়ি, গুদাম, কারখানাও। আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১৫ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা। এ ছাড়া গোডাউনে হানা দিয়েও উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকা। একটি অফিস থেকে নয় কোটি টাকা উদ্ধারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বিপুল অর্থ কোথা থেকে এল? এর সঙ্গে কোনও হাওয়ালা যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জাকির অবশ্য জানিয়েছেন, গত ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, “এখানে তল্লাশি চালানো হয়েছিল। আমরাও ওদের সঙ্গে সহযোগিতা করেছি। এখনও পর্যন্ত সব ঠিক রয়েছে। কারণ আমরা সব সময় ট্যাক্স দিয়ে ব্যবসা করে। মোট ২০-২৫ জন এসেছিল। আমি মনে করি আমার কর দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই।”

একই সঙ্গে জাকির জানিয়েছেন, বিধায়ক জাকির হোসেন জানান, কয়েকদিন আগে আয়কর দফতর থেকে তাঁর কাছে রাইস মিল, তেল ও বিড়ি কারখানার খতিয়ান চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারপরেই এই আচমকা এই তল্লাশি।

আরও পড়ুন: ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

বিসর্জনে বচসা, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙচুর

দশমীর রাতে মুর্শিদাবাদে শাসক দলের গোষ্ঠীকোন্দল। প্রতিমা বিসর্জন নিয়ে বচসাকে কেন্দ্র করে কাউন্সিলরের বাড়িতে...

কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাত, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

মুর্শিদাবাদ : চলতি মাসের ২৭ তারিখ ফের রাজ্যে নির্বাচন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে হতে চলেছে...