Homeবিনোদনফের বিয়ের সানাই টলিউডে, কী জানালেন অনামিকা ও উদয় বিয়ের ব্যাপারে?

ফের বিয়ের সানাই টলিউডে, কী জানালেন অনামিকা ও উদয় বিয়ের ব্যাপারে?

প্রকাশিত

টলিউডে ফের বিয়ের ফুল ফুটতে চলেছে। এইবার গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন ছোটপর্দার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং।

বাংলা বিনোদন জগতের উল্লেখযোগ্য দুই তারকা অনামিকা এবং উদয়। সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা ছিল না দু’জনের। গত আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই তারকা। বিয়ের আগের অনুষ্ঠান আইবুড়োভাত পর্বও শুরু হয়ে গেছে।

মিঠাই ধারাবাহিক শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘রাতুল’ উদয় প্রতাপ সিং। গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকা অনামিকা চক্রবর্তীর সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে দু’জনেই তাঁদের আইবুড়োভাতের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গেই প্রথম আইবুড়ো ভাত খেলেন দু’জনে। মাছ, মাংস, ফল থেকে শুরু করে রয়েছে একাধিক পদ।

২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। 

উল্লেখ্য, ছোটপর্দার  এবং সিনেমার জগতের অন্যতম সেলিব্রিটি অনামিকা চক্রবর্তী। রাজযোটক ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি। এখানে আকাশ নীল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

অভিনেত্রী জানান, ‘যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সারবেন তাঁরা।  আলাদা করে কোনও প্রস্তুতি নেবার কিছু নেই। বিয়ের তারিখ নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন।‘

 তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজ সারবেন তাঁরা।

উদয়ের কথায়, ‘না, এখনই বিয়ে করছি না। তবে রেজিস্ট্রি করছি। শুনলাম বিয়ে নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আপাতত সই বিয়ে করব আমরা।’

অভিনেতা জানিয়েছেন, জুন মাসের শেষেই অনামিকার সঙ্গে রেজিস্ট্রি করছেন তিনি। অতিথি কারা? উদয়ের সাফ জবাব, ‘শুধুমাত্র পরিবারের লোকজন। বন্ধুবান্ধব,সতীর্থরা সোশ্যাল ম্যারেজে নিমন্ত্রিত থাকবে।’

অনামিকাই কিন্তু উদয়ের জীবনে প্রথম নারী নন। এর আগে তাঁর প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। ছোটবেলার প্রেম, আংটি বদলও হয়ে গিয়েছিল তাঁদের দুজনের। বিয়ের তারিখও ছিল ঠিক। তবু বিয়ে হয়নি। সৃজিতা ইন্ডাস্ট্রির অংশ নন। তিনি ছিলেন উদয়ের স্কুলের বন্ধু। প্রেমজীবনের প্রথমটা শুরু হয়েছিল ঝগড়া দিয়েই। স্কুলে পড়াকালীন দুজনের সম্পর্ক না কি ছিল একেবারে সাপে-নেউলে। মুখ বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে দেওয়া থেকে শুরু করে, বোতল ছুড়ে ঝগড়া বাদ ছিল না কিছুই।

স্কুল শেষ হয়, বেঙ্গালুরু চলে যান সৃজিতা।দূরে গেলেই হয়ত কাছের মানুষের গুরুত্ব বোঝা যায়। উদয়ের ক্ষেত্রেও হয়েছিল তাই। কোনও এক পুজোয় কিউপিডে ঘায়েল হয়েছিলেন অভিনেতা। বুঝেছিলেন ছোটবেলার সেই ‘শত্রু’ই এখন তাঁর মন জুড়ে।

তারপর আর পাঁচটা প্রেমের গল্পে যা হয়। প্রেম, সেখান থেকে বিয়ের দিনক্ষণ ঠিক। সবই ঠিক ছিল। একসঙ্গে দুজনের হাজিরও হয়েছিলেন রিয়ালিটি শো-য়ে। কিন্তু হঠাৎই প্রেম ভাঙে দুজনের। বহুজাতিক সংস্থায় কাজ করা সৃজিতার সঙ্গে ব্রেকআপ হয় উদয়ের। জীবনে আসেন অনামিকা।

অন্যদিকে বিভিন্ন সময় অনামিকার নামও জড়িয়েছে বিভিন্ন অভিনেতার সঙ্গে। তবে আপাতত সব এখন অতীত। শুভ দিনের আর যে বেশি বাকি নেই।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: কিয়ারার প্রেমে বুঁদ কার্তিক, ‘সত্য প্রেম কি কথা’-র ট্রেলার প্রকাশ্যে এল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

আরও পড়ুন

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’