Homeখবরদেশএনডিএ বনাম ইন্ডিয়া: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নতুন নাম প্রকাশ বিরোধী জোটের

এনডিএ বনাম ইন্ডিয়া: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নতুন নাম প্রকাশ বিরোধী জোটের

প্রকাশিত

বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকের শেষ দিনে জোটের নতুন নাম প্রকাশ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)।

মঙ্গলবার আনুষ্ঠানিক রুদ্ধদ্বার আলোচনার আগে বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল নৈশভোজে মিলিত হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্ট তৈরির জন্য বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক ছিল এটি। এর আগে, গত মাসে পটনায় মিলিত হয়েছিল ১৭টি দল। এ দিনের বৈঠক শেষে ঘোষণা করা হয়, এর পর মুম্বইয়ে মিলিত হবে দলগুলি।

কেন ‘ইন্ডিয়া’?

বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেন। জোটের নতুন নাম ঘোষণা নিয়ে শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী টুইটারে লেখেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই হবে “টিম ইন্ডিয়া এবং টিম এনডিএ”-এর মধ্যে।

বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার ব্যাপারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “এই লড়াই ভারতের দুটি ভিন্ন ধারণা নিয়ে… দেশের কণ্ঠকে চেপে রাখা হচ্ছে। এই লড়াই দেশের কণ্ঠস্বরের জন্য। তাই ‘ইন্ডিয়া’ নামটি বেছে নেওয়া হয়েছে”।

অন্য দিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘এনডিএ কি পারবে ইন্ডিয়া (বিরোধীদের নয়া জোট)-কে চ্যালেঞ্জ করতে? বিজেপি কি পারবে?’’

কেমন হল বৈঠক?

বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, “আমরা সংবিধান, ভারতীয়দের কণ্ঠস্বর এবং ভারতের ধারণাকে রক্ষা করছি। সকলেই জানে, ভারতের ধারণার বিরুদ্ধে যে লড়াই করতে চায় তার কী হয়… লড়াইটি এনডিএ বনাম ইন্ডিয়া (আইএনডিআইএ), নরেন্দ্র মোদী বনাম ইন্ডিয়া। ভারত সব সময় সব লড়াইয়ে জয়ী হয়।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৈঠকটি খুব ভালো, গঠনমূলক, ফলপ্রসূ হয়েছে। মুম্বইয়ের পরবর্তী বৈঠকটিতে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচির উপরও ফোকাস করা হবে”। উল্লেখযোগ্য ভাবে, এ দিন রাহুল গান্ধীকে “আমাদের প্রিয়” বলে সম্বোধন করেন মমতা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে। অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে। তিনি আরও জানান, বেঙ্গালুরুর পরের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে।

জোটের যৌথ বিবৃতি

বৈঠকের সমাপ্তির পর, একটি যৌথ বিবৃতি জারি করেছেন বিরোধী নেতারা। যেখানে তাঁরা “জাতির কাছে একটি বিকল্প রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এজেন্ডা উপস্থাপন করার” প্রতিশ্রুতিও দিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের ২৬টি প্রগতিশীল দল সংবিধানে অন্তর্ভুক্ত ভারতের ধারণাকে রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগোচ্ছে”। মণিপুরের সাম্প্রতিক হিংসার ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, “আমরা এই দুঃখজনক ঘটনা জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা মণিপুরকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রীর নীরবতা আশ্চর্যজনক এবং নজিরবিহীন।”

পাশাপাশি দাবি করা হয়েছে, বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে। রাজ্য সরকারের অধিকারের উপর লাগাতার আক্রমণের বিরুদ্ধে লড়াই এবং মোকাবিলা করতে বদ্ধপরিকর বিরোধীরা।

বিবৃতি অনুসারে, বিরোধীরা নেতারা বলেছেন, তাঁরা দেশের শাসন ব্যবস্থাকে আরও “পরামর্শমূলক, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক” করে গড়ে তুলতে চান। অন্য দিকে বিজেপি-কে একহাত নিয়ে বলেছেন, “কেন্দ্রের শাসক দলের লক্ষ্য হল নিপীড়ন এবং দমন। ঘৃণা ছড়ানোর রাজনীতি করছে বিজেপি”।

আরও পড়ুন: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, ক্যানসারে ভুগছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।