Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

কলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট ১ (রোহেন) পিয়ারলেস স্পোর্টস ক্লাব ০

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের গ্রুপ ‘এ’-তে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে ছিল তারা। সুপার সিক্স-এ যেতে হলে রবিবারের ম্যাচ তাদের জেতা দরকার ছিল খুব। সেই কাজটাই করল তারা। এ দিন পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেই পথেই এগোল এক কদম।

রোহেনের গোলে এগিয়ে গেল বাগান   

এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। খেলার ধারা অনুযায়ী আরও বেশি গোলে জেতা উচিত ছিল তাদের। কিন্তু তাদের লক্ষ্যে বাধ সাধেন পিয়ারলেসের গোলকিপার সঞ্জয় ভট্টাচার্য। প্রথমার্ধের ২২ মিনিটে ফ্রি-কিক থেকে রোহেনের দুর্দান্ত শটে পরাজিত হন সঞ্জয়। ওই একবারই তিনি হার মানেন।

রোহেন গোল করার পরের মিনিটেই কিয়ানের জোরালো শট বাঁচিয়ে দেন পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয়। প্রথমার্ধের বাকি সময়টাতে আক্রমণ চালিয়ে যায় মোহনবাগান, কিন্তু লাভের লাভ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ধার আরও বাড়লে পিয়ারলেস আরও রক্ষণাত্মক হয়ে যায়। প্রায় পুরো দল নিজেদের অর্ধে নেমে এসে গোল আটকানোর চেষ্টা করে। একের পর এক সুযোগ পায় মোহনবাগান। কিয়ান, রোহেন, টাইসনেরা বার বার আক্রমণে উঠে আসছিলেন বটে, কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিলেন না। সঞ্জয় বারবার দলকে বাঁচিয়ে গেলেন।

ম্যাচের ৮৫ মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিল পিয়ারলেস। কিন্তু কোনো রকমে বল ক্লিয়ার করে দেন মোহনবাগানের অমনদীপ। নির্ধারিত সময়ের পর আরও পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু কোনো পক্ষই কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে মোহনবাগান। তবে স্বাভাবিক ভাবেই এ দিন ম্যাচের নায়ক হলেন পিয়ারলেসের কিপার সঞ্জয় ভট্টাচার্য।  

মোহনবাগান কিছুটা এগোল

রবিবার পিয়ারলেসকে হারিয়ে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ২৩ পয়েন্ট। লিগে আর্মি রেডকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এল তারা। আর্মি রেড ১২ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে চলে গেল। মোহনবাগানের এখনও দুটো ম্যাচ বাকি। ওদিকে পিয়ারলেস গ্রুপের খেলা শেষ করল মোহনবাগানের কাছে হেরে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ২০ পয়েন্ট।

কলকাতা লিগের গ্রুপ-‘এ’তে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তারা ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। একটি ম্যাচ এখনও তাদের বাকি। ১১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে রয়েছে ডায়মন্ডহারবার এফসি এবং তারাও সুপার সিক্স-এ চলে গিয়েছে। তাদেরও একটি ম্যাচ বাকি। কালীঘাট এমএস ১২টি ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ লিগের খেলা শেষ করেছে। আপাতত তারা তিন নম্বর স্থানে। রবিবার পিয়ারলেসকে হারিয়ে কালীঘাটকে টপকে যাওয়ার সুযোগ হাতে এল মোহনবাগানের।

আপাতত কালীঘাটের থেকে ১ পয়েন্টে পিছিয়ে মোহনবাগান। পরের দুটি ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট সংগ্রহ করলে গোল পার্থক্যের ভিত্তিতে কালীঘাটকে পিছনে ফেলে সুপার সিক্সে যাবে মোহনবাগান। তাদের পরবর্তী দুটি ম্যাচ মহমেডান ও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...