Homeখেলাধুলোফুটবল১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে এসেছিল বিরল সম্মান। এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) যুব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে দিনের ভারতীয় যুব ফুটবল দলকে মঙ্গলবার কলকাতায় সংবর্ধনা জানানো হল। সংবর্ধনা জানালেন এআইএফএফ-এর (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

এ দিন এক মিডিয়া সম্মেলনে ওই যুব দলের ছয় ফুটবলারের হাতে স্মারক তুলে দিলেন কল্যাণবাবু। যাঁরা স্মারক গ্রহণ করলেন তাঁরা হলেন সে দিনের যুব দলের অধিনায়ক শাবির আলি, সি সি জ্যাকব, দিলীপ পালিত, শিশির গুহ দস্তিদার, রণজিৎ দাস (গোবিন্দ) এবং এস পি কুমার।

সে দিনের সেই যুব দলের কোচ ছিলেন অরুণ ঘোষ। অসুস্থতার জন্য তিনি এই মিডিয়া সম্মেলনে আসতে পারেননি। তাঁর হয়ে তাঁর স্মারকটি গ্রহণ করলেন তাঁর জামাতা। ওই অনুষ্ঠানে আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সেক্রেটারি অনির্বাণ দত্তও উপস্থিত ছিলেন।

মিডিয়া সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে সে দিনের সেই সাফল্যের কথা স্মরণ করেন কল্যাণবাবু। ১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারত ও ইরান। ব্যাংককে অনুষ্ঠিত ওই ম্যাচে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। ভারত এবং ইরান যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।

khele
শাবির আলির হাতে স্মারক তুলে দিচ্ছেন কল্যাণ চৌবে। ছবি: সঞ্জয় হাজরা।

কল্যাণবাবু বলেন, “আমি যে দিন থেকে আমার ফুটবল-জার্নি শুরু করেছি, সে দিন থেকেই ভারতীয় ফুটবলের সোনার দশক সত্তরের দশকের কথা শুনেছি। আমরা যাতে ১৯৭৪ সালের ৩০ এপ্রিল দিনটির ৫০তম বার্ষিকী পালন করতে পারি তার জন্য ওই দিনটির কথা মনে করিয়ে দিয়েছেন শাবিরদা। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।

পাঁচ দশক আগে যাঁরা ভারতের হয়ে সম্মান এনে দিয়েছিলেন তাঁদের সংবর্ধনা দিতে এআইএফএফ এবং তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যে চেষ্টা করেছেন তার জন্য ১৯৭৪-এর দলের অধিনায়ক শাবির আলি তাঁদের ধন্যবাদ দেন। তিনি বলেন, “ভারতের কাছে একটা মনে রাখার মতো টুর্নামেন্ট ছিল সেটা। টানা ছ’টা ম্যাচে ভারত অপরাজিত ছিল। প্রায় সকলের কাছেই ট্রফি জেতার ব্যাপারে ফেভারিট ছিল ইরান। সেই ভারত সে দিন ইরানকে হারাতে দেয়নি।

“আমরা এমন একটা টিম ছিলাম যারা জেতার জন্য বদ্ধপরিকর। আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছেছিলাম। অরুণ ঘোষ আর আবদুর সালামের তত্ত্বাবধানে আমরা ছিলাম একটা সঙ্ঘবদ্ধ দল। ব্যাংকক যাওয়ার আগে ওঁরা প্রায় একমাস পাটিয়ালায় আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এআইএফএফ যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে বর্তমান প্রজন্ম আমাদের সে দিনের খেলা সম্পর্কে জানতে পারবে। এতে আমি অত্যন্ত খুশি”, বলেন শাবির আলি।

আরও পড়ুন    

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

সাম্প্রতিকতম

মাছের ভেরি নিয়ে ‘পলিসি’ আনছে রাজ্য সরকার, বসিরহাটের প্রচার সভায় জানালেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালির জনবিক্ষোভের সময় অভিযোগ ওঠে জোর করে জমি দখল করে ভেড়ি তৈরি করার। সেই...

আইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৯ (১৯.৩ ওভারে) (রাহুল ত্রিপাঠী ৫৫, হাইনরিখ ক্লাসেন ৩২, মিশেল স্টার্ক ৩-৩৪,...

হেলিকপ্টার ভেঙে মৃত্যু ইরানের প্রেসিডেন্টের, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২৮ মে

তেহরান: হেলিকপ্টার ভেঙে মৃত্যুই হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ওই যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন ইরানের...

পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা, এই রাজ্য এবং ওড়িশায় ইভিএম-এ গণ্ডগোল এবং...

আরও পড়ুন

অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ  

খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন...

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...