Homeখবরএ বার অভিষেকের বাবা-মাকেও ডেকে পাঠাল ইডি, কেন তলব

এ বার অভিষেকের বাবা-মাকেও ডেকে পাঠাল ইডি, কেন তলব

প্রকাশিত

কলকাতা: এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা-কেও ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থার তরফে তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিন্‌হার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সমস্ত ডিরেক্টর ও কর্মীদের সম্পত্তির সমস্ত তথ্য-সহ সমস্ত খতিয়ান জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। সূত্রের খবর, লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়, দুজনেই ‘লিপস অ্যান্ড বাউন্ড’স সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাদের ভূমিকা ও কোম্পানির কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই আগামী সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

জানা গিয়েছে, প্রথমে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এরপর আগামী ৬ অক্টোবর লতা ও ৭ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, অভিষেকের বাবা এবং মাকে তাঁদের সম্পত্তির হিসাব, মিউচুয়াল ফান্ড এবং সম্পত্তির যাবতীয় দলিল দস্তাবেজ নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে।

নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে ওই সংস্থার নাম উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলায়। কিছুদিন আগে ওই সংস্থার অফিসে তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। পরে হাইকোর্টের নির্দেশে ইডি যে রিপোর্ট জমা দেয়, তাতে অনেক ফাঁক রয়েছে বলে উল্লেখ করেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখযোগ্য ভাবে, সোমবার বিচারপতি অমৃতা সিন্হা ইডির জমা দেওয়া রিপোর্ট দেখে বলেন, “মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না।” ওই শুনানিতেই ২৫ সেপ্টেম্বর লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি।

আরও পড়ুন: উত্তর শহরতলির ফ্ল্যাট থেকে পাওয়া গেল মহিলার রক্তাক্ত দেহ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

ইরানে হামলায় ব্রিকসের নিন্দা, চন্দ্রচূড় বিতর্ক, ডাইনি সন্দেহে বধূ নির্যাতন! ১০টি গুরুত্বপূর্ণ খবর একনজরে

ইরানে সামরিক হামলা থেকে চন্দ্রচূড় বিতর্ক, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ থেকে বীরভূমের 'ডাইনি' তাণ্ডব—৭ জুলাইয়ের ১০টি গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন একসাথে।

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।

ধর্মতলায় শাহি সভা, কালো পোশাক পরে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কলকাতা: শাহি-সভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। বুধবার ধর্মতলায় বিজেপির সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...