Homeখবররাজ্যশনিবার শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র, রাজভবনের অনুষ্ঠানে যাবেন কি স্পিকার?

শনিবার শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র, রাজভবনের অনুষ্ঠানে যাবেন কি স্পিকার?

প্রকাশিত

কলকাতা: শেষমেশ জট কাটিয়ে শপথ নিতে কলকাতায় এলেন ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজভবন ও পরিষদীয় মন্ত্রীর ডাকে কলকাতা এসেছেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে নানা টালবাহানা দেখেছে রাজ্য-রাজনীতি। অবশেষে জানা যায়, নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্য দিকে, বিধানসভা সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিবর্তে উপস্থিত থাকতে পারেন বিধানসভায় শাসকদলের উপ-মুখ্য সচেতক তাপস রায়।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নিতে পারেননি। মূলত রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে তিনি শপথ নিতে পারেননি। গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় নতুন বিধায়কের শপথ আটকে যায়। তার পরেও রাজ্যপাল স্বয়ং তফসিলি বিধায়ককে শপথগ্রহণ করাতে চেয়ে রাজ্যকে চিঠি দেন। কিন্তু স্পিকার চেয়েছিলেন, বিধানসভায় এসে ধূপগুড়ির বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে যান রাজ্যপাল। শেষমেশ বৃহস্পতিবার রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল নিজেই ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথগ্রহণ করাবেন রাজভবনে।

ফলে অবশেষে শনিবার শপথ নেবেন নির্মলচন্দ্র। বিষয়টি নিশ্চিত হতেই, শুক্রবার সকালে নির্মলবাবু সপরিবারে বাগডোগরা বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে কলকাতায় পৌঁছোন। ঘটনায় প্রকাশ, কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নির্মলচন্দ্র গাড়ি পাননি। শেষ পর্যন্ত তিনি অ্য়াপ ক্যাব ভাড়া করে বিমানবন্দর চত্বর থেকে বের হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধূপগুড়ির নির্বাচনকে ঘিরে যেমন পরতে পরতে ছিল নানা ঘটনা। তেমনই শপথগ্রহণকে কেন্দ্র করে একপ্রস্থ নাটক হতে চলেছে। শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন টানাপড়েনের প্রেক্ষিতে স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর ‘গরহাজির’ থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা লিগ: সুপার সিক্সের ম্যাচে হারল মোহনবাগান, লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক মহামেডানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।