Homeখবরদেশফের দুই ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৯, আহত ৪০, নেপথ্যে কারণ কী

ফের দুই ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৯, আহত ৪০, নেপথ্যে কারণ কী

প্রকাশিত

ওড়িশার পর এ বার বড়োসড়ো রেল দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুল’-এই বিপত্তি।

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় বিশাখাপত্তনম থেকে রায়গাড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

জানা যায়, বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন এবং অপরদিকে ছিল বিশাখাপত্তনম-রায়গড়া স্পেশ্যাল। ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন, “মুখোমুখি সংঘর্ষের জেরে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটির দু’টি কামরা এবং বিশাখাপত্তনম-রায়গড়ের লোকো পাইলটের কোচটি লাইনচ্যুত হয়।”

একইসঙ্গে তিনি আরও জানান, “এই রেল দুর্ঘটনার সম্ভাব্য কারণ, মানুষের গাফিলতি। আর সেই ত্রুটির জন্যই গন্তব্য ছাড়িয়ে দ্রুতগতিতে ছুটে বেলাইন হয়ে যায় বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনটি।”

এই দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তাঁদের নিকতবর্তী নানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের এই ট্রেন সংঘর্ষের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎক্ষণাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন। ঘটনায় যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই রেল দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কামরা লাইনচ্যুত হয়েছে। অসহায় যাত্রীরা কামরার মধ্যে আটকে পড়েছিলেন। ফের সেই একই দুর্ভাগ্যজনক ঘটনা হল। ওই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, দ্রুত উদ্ধারকাজ করা হোক। এর সঙ্গেই তদন্ত করে দেখা হোক। রেলের কবে ঘুম ভাঙবে?

আরও পড়ুন: কেরলের প্রার্থনাসভায় পর পর বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী বিজয়নকে ফোন অমিত শাহের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...