Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ব্যাটিং-এ উজ্জ্বল রহমত, শহিদি, ওমরজাই, বোলিং-এ ফারুকি, আফগানিস্তান ধরাশায়ী...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ব্যাটিং-এ উজ্জ্বল রহমত, শহিদি, ওমরজাই, বোলিং-এ ফারুকি, আফগানিস্তান ধরাশায়ী করল শ্রীলঙ্কাকে    

প্রকাশিত

শ্রীলঙ্কা: ২৪১ (৪৯.৩ ওভার) (পথুম নিসঙ্ক ৪৬, কুশল মেন্ডিস ৩৯, ফজলহক ফারুকি ৪-৩৪, মুজিব উর রহমান ২-৩৮)

আফগানিস্তান: ২৪২-৩ (৪৫.২ ওভার) (আজমাতুল্লাহ ওমরজাই ৭৩ নট আউট, রহমত শাহ ৬২, হাশমাতুল্লাহ শহিদি ৫৮, দিলশান মদুশঙ্কা ২-৪৮)

পুনে: ঠান্ডা মাথায় রান তাড়া করতে তারা যে যথেষ্ট দক্ষ তা আরও একবার প্রমাণ করল আফগানিস্তান। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যমাত্রা ২৮৩ রান তাড়া করতে গিয়ে মাত্র ২টি উইকেট খুইয়ে আফগানিস্তান সেই রান তুলে নিয়েছিল। আর সোমবার লক্ষ্যমাত্রা ছিল মাঝারি মানের – ২৪২ রান। সেই রানে পৌঁছোতে মাত্র ৩টি উইকেট হারাল আফগানিস্তান। ৭ উইকেটে জিতল তারা।

প্রথম পাঁচ জন ব্যাটারের মধ্যে তিন জনই পেরোলেন অর্ধশত রানের গণ্ডি – রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদি আর আজমাতুল্লাহ ওমরজাই। আর চতুর্থ ব্যাটার ইব্রাহিম জাদরানের দুর্ভাগ্য। তাঁর ইনিংস থেমে গিয়েছিল অর্ধশত রানের চেয়ে ১১ রান কমে। এর আগে বল নিয়ে খেল দেখালেন ফজলহক ফারুকি। ৩৪ রান দিয়ে তুলে নিলেন শ্রীলঙ্কার ৪ উইকেট। গড়ে দিলেন নিজেদের জয়ের পথ।

পঞ্চম স্থানে এল আফগানিস্তান

এই জয় নিয়ে এ বারের বিশ্বকাপে ৬টি ম্যাচের মধ্যে ৩টি জিতল আফগানিস্তান। তাদের হাতে বধ হল ইংল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে গেল লিগ টেবিলে পঞ্চম স্থানে। এবং সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল তারা। আর শ্রীলঙ্কা সমসংখ্যক খেলা থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে রইল ষষ্ঠ স্থানে।

৩ বল কমেই শ্রীলঙ্কার ইনিংস শেষ  

সোমবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। শুরুতেই বিপর্যয়। দলের ২২ রানে দিমুথ করুণারত্নে আউট হয়ে যান। এর পর পথুম নিসঙ্ক এবং অধিনায়ক কুশল মেন্ডিস দ্বিতীয় উইকেটের জুটিতে ৬২ রান যোগ করেন। ৬০ বলে ৪৬ রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে পথুম নিসঙ্ক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

তৃতীয় উইকেটের জুটিতে কুশল মেন্ডিস এবং সদিরা সমরবিক্রম যোগ করেন ৫০ রান। দলের ১৩৪ রানে মুজিব উর রহমানের বলে পরিবর্ত খেলোয়াড় নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান কুশল। ৫০ বলে ৩৯ রান করেন অধিনায়ক। দলের স্কোরে ৫ রান যোগ হতেই পড়ে চতুর্থ উইকেট। ৪০ বলে ৩৬ রান করে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন সমরবিক্রম। দলের রান তখন ১৩৯-৪।

এর পর ৪৬ রানের মধ্যে শ্রীলঙ্কার আরও ৩টি উইকেট পড়ে যায়। স্কোর দাঁড়ায় ১৮৫-৭। অষ্টম উইকেটের জুটিতে আফগান বোলারদের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মহিশ থিকসানা। তাঁরা যোগ করেন ৪৫ রান। দলের ২৩০ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হন থিকসানা। এর পর আরও ১১ রানের মধ্যে শ্রীলঙ্কার বাকি ২টি উইকেট পড়ে যায়। নির্ধারিত ৫০ ওভারের ৩ বল বাকি থাকতেই ২৪১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

জয়ের রান উঠে গেল ৩ উইকেটেই

জয়ের জন্য প্রয়োজনীয় ২৪২ রান তাড়া করতে গিয়ে একেবারে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা না খুলেই আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। তিনি দিলশান মদুশঙ্কার বলে বোল্ড হন। আফগানদের স্কোরবোর্ডে তখনও কোনো রান ওঠেনি। ওপর ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গী হন রহমত শাহ। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৭৩ রান। জাদরানকে তুলে নেন সেই মদুশঙ্কা। ৫৭ বলে ৩৯ রান করে করুণারত্নেকে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।

রহমতের সঙ্গে জুটি বাঁধেন হাশমাতুল্লাহ শহিদি। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা  যোগ করেন ৫৮ রান। দলের ১৩১ রানের মাথায় আউট হন রহমত। ৭৪ বলে ৬২ রান করে কসুন রজিথার বলে করুণারত্নেকে ক্যাচ দিয়ে আউট হন রহমত। এ বার জুটি বাঁধেন হাশমাতুল্লাহ শহিদি আর আজমাতুল্লাহ ওমরজাই। দু’জনে অবিচ্ছেদ্য থেকে তাঁরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। শ্রীলঙ্কার কোনো বোলারই তাঁদের এতটুকু বেগ দিতে পারেননি। হাশমাতুল্লাহের তুলনায় আজমাতুল্লাহ বেশি মারমুখী ছিলেন। শেষ পর্যন্ত ৭৪ বলে ৫৮ রান করে নট আউট থাকেন হাশমাতুল্লাহ শহিদি। আর আজমাতুল্লাহ ওমরজাই নট আউট থাকেন ৬৩ বলে ৭৩ রান করে। ইংল্যান্ড, পাকিস্তানের পর বিশ্বকাপে আবার বড়ো বধ হল আফগানদের হাতে। এ বার শ্রীলঙ্কা।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইংল্যান্ডকে নাস্তানাবুদ করলেন শামি-বুমরাহ, ১০০ রানে জিতে ভারত ছয়ে ছয়

আফগান ক্রিকেটার রশিদ খানকে পুরস্কৃত করার জল্পনায় জল ঢাললেন রতন টাটা  

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই...

আরও পড়ুন

“কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার  

খবর অনলাইন ডেস্ক: “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে? এই মানুষটা একেবারে আলাদা।...

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...