Homeখবরদেশদিল্লিতে দূষণের জেরে বন্ধ স্কুল, নিষেধাজ্ঞা নির্মাণ এবং গাড়ি চলাচলে

দিল্লিতে দূষণের জেরে বন্ধ স্কুল, নিষেধাজ্ঞা নির্মাণ এবং গাড়ি চলাচলে

প্রকাশিত

নয়াদিল্লি: বায়ু দূষণের জেরে রাজধানী দিল্লিতে ঘোষিত হল ‘এয়ার ইমার্জেন্সি’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, ক্রমশ বেড়ে চলা দূষণের মাত্রার প্রেক্ষিতে, দিল্লির সমস্ত সরকারি ও প্রাথমিক বিদ্যালয় আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) বন্ধ থাকবে। পাশাপাশি, দিল্লি গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধনগরে এখনই প্রয়োজন নয় এমন নির্মাণ কাজ এবং বিএস-৩ পেট্রোল এবং বিএস-৪ ডিজেল গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে দিল্লি সরকার।

জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবরে বৃষ্টিপাত না হওয়ায় দিল্লির বায়ুর মান ২০২০ সালের পর সবচেয়ে খারাপ ছিল। ২০২২ সালের অক্টোবরে ১২৯ মিমি এবং ২০২১ সালের অক্টোবর ১২৩ মিমি বৃষ্টিপাত হয়েছিল। সেই জায়গায় এ বছরের অক্টোবরে মাত্র ৫.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

সরকারি রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে দিল্লির বায়ু দূষণ শীর্ষে ওঠে যখন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের খড় পোড়ানোর পরিমাণ বেড়ে যায়। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট রিপোর্ট করেছে যে এই বছর পঞ্জাব এবং হরিয়ানা উভয় স্থানেই খড় পোড়ানোর ঘটনা ১৫ সেপ্টেম্বর থেকে কমেছিল। কিন্তু গত কয়েকদিনে তা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

এমন পরিস্থিতিতে গুরুগ্রামে বায়ুর গুণমান সূচকের অবনতির পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নয়ডা এবং গ্রেটার নয়ডাও শুক্রবার থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধের আওতায় আসবে। এই সময়কালে দিল্লি মেট্রো ২০টি অতিরিক্ত ট্রেন চালাবে। যাতে গাড়ি ব্যবহার কমিয়ে মেট্রো সফরের উৎসাহ বাড়ানো যায়।

দিল্লি সরকারের আরোপিত বিধিনিষেধের আওতায় পড়বে, নির্মাণ ভাঙার কাজ, প্রকল্পের স্থানের ভিতরে বা বাইরে কোথাও নির্মাণ সামগ্রী লোড এবং আনলোড করা, ফ্লাই অ্যাশ-সহ ম্যানুয়ালি বা কনভেয়র বেল্টের মাধ্যমে কাঁচামাল স্থানান্তর, কাঁচা রাস্তায় যানবাহন চলাচল, ব্যাচিং প্ল্যান্ট পরিচালনা, নর্দমা তৈরি, ওয়াটারলাইন , ড্রেনেজ কাজ এবং উন্মুক্ত পরিখা পদ্ধতিতে বৈদ্যুতিক কেবলিং, টাইলস, পাথর এবং অন্যান্য মেঝে সামগ্রী কাটা ও ঠিক করা, ওয়াটারপ্রুফিং কাজ, পেইন্টিং, পলিশিং এবং বার্নিশিং কাজ ইত্যাদি এবং রাস্তা নির্মাণ/মেরামত কাজ-সহ ফুটপাথ/পথ ও কেন্দ্রীয় প্রান্ত প্রশস্ত করা ইত্যাদি।

সরকার জানিয়েছে, রাস্তায় আরও ঘনঘন যান্ত্রিক পদ্ধতিতে ঝাড়ু দেওয়া হবে এবং ধুলো তাড়ানোর জন্য প্রতিদিন জল ছেটানো হবে।

আরও পড়ুন: ‘রাতে কার সঙ্গে…’, এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মহুয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।