Homeখবররাজ্যশাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

প্রকাশিত

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে ক্ষমতায় আসার পর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিলেন মমতা। এখনও পর্যন্ত রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রয়েছেন শাহরুখ খান। মাঝে দলের সাংসদ তথা অভিনেতা দেবকে (দীপক অধিকারী) পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের তালিকায় যুক্ত হল ‘ঘরের ছেলে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও।

এ দিন সৌরভকে পাশে নিয়ে মমতা ঘোষণা করেন, “রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়”। তিনি আরও বলেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।”

মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, “না বললে চলবে না।”

নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকে। এদিন নিজের মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌরভ বলেন, “ব্যস্ততার মধ্যেও ছোটোখাটো বিষয়ে খোঁজ নেন দিদি। এক মিনিটে মেসেজের রিপ্ল্যাই দেন।” সৌরভ আরও বলেন, “আমাকে এই বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ধন্যবাদ। এই শহরকে আপনারা যে ভাবে ভালবাসা দিয়েছেন আগামীতেও তা বজায় থাকবে, আমি এটাই চাই।”

পাশাপাশি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আগত শিল্পপতিদের কাছে তাঁর আহ্বান, “এ রাজ্যের উপরে আস্থা রাখুন।”

আরও পড়ুন: ‘সত্যিকারের অগ্নিকন্যা’, মমতার প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।