Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ওড়িশাকে হারিয়ে পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জয় মোহনবাগানের   

আইএসএল ২০২৪-২৫: ওড়িশাকে হারিয়ে পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জয় মোহনবাগানের   

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (দিমিত্রি পেত্রাতোস) ওড়িশা এফসি: ০  

কলকাতা: শেষ পর্যন্ত মোহনবাগানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিলেন সেই দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান সমর্থকদের অত্যন্ত প্রিয় খেলোয়াড় পেত্রাতোস গত মরশুমে দুর্দান্ত খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এ বার চোট পাওয়ার পর থেকে গোল পাচ্ছিলেন না। গত দু’মাস ধরে তাঁর পা থেকে কোনো গোল আসেনি।  কিন্তু আসল দিনে আসল কাজটা সেরে ফেললেন তিনি। তাঁরই গোলে মোহনবাগান পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতে নিল।

কোচ খোসে মোলিনাকে নিয়ে উল্লাস। ছবি: সঞ্জয় হাজরা।

সারা ম্যাচটা কিন্তু মোহনবাগানকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে। লড়াইটা ভালোই দিয়েছিল ওড়িশা এফসি। কিন্তু শেষরক্ষা করতে পারল না। মোহনবাগানকে লিগ-শিল্ড জয়ী হওয়া থেকে আটকাতে পারল না। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রায় শেষ মুহূর্তে পেত্রাতোসের গোলে আসল কাজটি সেরে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

অধিনায়ক শুভাশিস বোসই বা বাদ যায় কেন? ছবি: সঞ্জয় হাজরা।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বাগান কোচ খোসে মোলিনা বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।”

কোচ মোলিনা সত্যিই কিছু আন্দাজ করতে পেরেছিলেন? রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচ ৭৮ মিনিট গোলশূন্য থাকার পর পেত্রাতোসকে নামান মোলিনা।

জয় মোহনবাগানের জয়। রবিবার যুবভারতীর গ্যালারিতে। ছবি: সঞ্জয় হাজরা।

৯৪ মিনিটের মাথায় গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে টানা দ্বিতীয় বার শিল্ড জয়ের স্বাদ এনে দিলেন পেত্রাতোস। বাঁ দিক থেকে আশিক কুরুনিয়ান যে সেন্টার করেন তা বক্সের ডান দিকে পান মনবীর সিং। মনবীর বক্সের সামনে বল পাঠান পেত্রাতোসের কাছে। পেত্রাতোস বক্সে কিছুটা ঢুকে এসে যে কোণাকুনি শট নেন, তা গতিপথ সামান্য পালটে বাঁ দিকের নীচের কোণ দিয়ে ওড়িশার গোলে ঢুকে যায়। উল্লাসে ফেটে পড়ে যুবভারতীর গ্যালারি।       

চলতি লিগের ১৬তম জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অন্য সব দলেরই ধরাছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া (২১ ম্যাচে ৪২) তাদের বাকি তিনটি ম্যাচে জিতলেও সবুজ-মেরুন বাহিনীর নাগাল পাবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...