Homeখবরদেশতিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের...

তিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের মৃত্যু

প্রকাশিত

মোরবীর সেতু বিপর্যয়ের তিন বছর কাটতে না কাটতেই গুজরাত ফের কাঁপল সেতু দুর্ঘটনায়। বুধবার সকালে বডোদরার কাছে মহিসাগর নদীর উপর থাকা গম্ভীরা সেতুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত আরও অনেক। ঘটনাস্থলে রীতিমতো উদ্ধার অভিযান চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

চোখের সামনে সেতু থেকে পড়ল গাড়ি

দুর্ঘটনার সময়কার যে ভিডিয়ো ও ছবি সামনে এসেছে, তা এককথায় হৃদয়বিদারক। মুহূর্তে সেতুর একটি বড় অংশ নদীতে পড়ে যেতে দেখা গিয়েছে। তার উপর থাকা একের পর এক গাড়ি পড়ে যায় জলে। প্রত্যক্ষদর্শীদের কথায়, “হঠাৎ বিকট আওয়াজ, চোখের সামনেই নদীতে পড়ল ৪টি গাড়ি—দুটি লরি, একটি বোলেরো ও একটি পিকআপ ভ্যান।”

একটি তেলের ট্যাঙ্কার সেতুর প্রান্তে দাঁড়িয়েছিল, ফলে অল্পের জন্য রক্ষা পায়।

স্থানীয়দের ক্ষোভ: “সেতুর হাল ভয়ানক ছিল, বারবার জানিয়েও লাভ হয়নি”

স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ৪০ বছরের পুরনো এই সেতু বহু দিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। নিত্যদিন ভারী যান চলাচলের কারণে এর অবস্থা আরও খারাপ হচ্ছিল।

একজন বাসিন্দা বলেন, “প্রতিদিনই সেতু দিয়ে যাতায়াত করতে ভয় পেতাম। যানজট লেগেই থাকত। রক্ষণাবেক্ষণ নিয়ে বহু বার জানানো হলেও প্রশাসনের টনক নড়েনি। এখন এই সেতু ‘সুইসাইড পয়েন্ট’ হয়ে উঠেছিল।”

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তদন্তে নামল প্রশাসন

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বডোদরার কালেক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়। উদ্ধারকাজে নামানো হয়েছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এখনও পর্যন্ত প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট করেনি। পুলিশ ঘিরে রেখেছে এলাকা, শুরু হয়েছে তদন্ত। সেতু বিপর্যয়ের দায় নিয়ে মুখ খোলেননি জেলা বা সেতু নির্মাণ বিভাগের কেউ।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী হৃষীকেশ প্যাটেল দাবি করেছেন, সেতুটি ১৯৮৫ সালে তৈরি হয়েছিল এবং নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ হচ্ছিল।

প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা

গুজরাতের এই দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।

মধ্য গুজরাত ও সৌরাষ্ট্রের সংযোগ ছিল গম্ভীরা সেতু

এই সেতু ছিল আনন্দ, ভরুচ, অঙ্কলেশ্বর, বডোদরা সহ বহু এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম। ভারী ও হালকা যানবাহনে প্রতিদিন চাপ পড়ত এই সেতুতে। সেই কারণেই এর রক্ষণাবেক্ষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা।

ঘটনাটি শুধু একটি সেতু ভেঙে পড়া নয়—এ এক পরিকাঠামোগত ব্যর্থতার প্রতিচ্ছবি, যে ব্যর্থতার শিকার হল সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এই ঘটনাই প্রমাণ করে, বারবার সতর্ক করলেও প্রশাসনের কানে পৌঁছয় না মানুষের আশঙ্কার কথা। তদন্তে কী উঠে আসে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানে, একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।