Homeখবরদেশতীব্র গরমে দুর্বিষহ অবস্থা অ্যামাজনের গুদামকর্মীদের, নির্বিকার শ্রম মন্ত্রক 

তীব্র গরমে দুর্বিষহ অবস্থা অ্যামাজনের গুদামকর্মীদের, নির্বিকার শ্রম মন্ত্রক 

প্রকাশিত

ভারতে তীব্র তাপপ্রবাহের মধ্যে অ্যামাজনের গুদাম কর্মীরা দুর্বিষহ অবস্থার মুখোমুখি হচ্ছেন। যে সব এলাকায় অ্যামাজনের গুদাম আছে, সে রকম কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। দেশের বিভিন্ন অ্যামাজন গুদামে হাজার হাজার কর্মী উন্নত কাজের পরিবেশের দাবি জানাচ্ছেন।

হরিয়ানার মানেসরে একটি শ্রমিক সংগঠনের নেতা মঞ্জু গোয়েল বলেছেন, গুদামগুলোতে কোনও বায়ুচলাচল বা শীতলীকরণ ব্যবস্থা নেই, ফলে কাজের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। গুদামে প্রায় ২,০০০ কর্মী প্রতিদিন ১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাঁদের বসার কোনও ব্যবস্থা নেই এবং মাসিক বেতন মাত্র ১০,০০০ টাকা।

গোয়েল বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা টয়লেটে যেতে পারি না এবং বিরতির কক্ষগুলো খুবই ছোট, যা এত কর্মীকে ধারণ করতে পারে না, বিশেষ করে গরমের সময় এটি অসহনীয় হয়ে ওঠে।”

আরেক কর্মী, ২৫ বছর বয়সী নেহা, জানান প্রতিদিন ভোর ৫ টায় উঠে ১০-১২ ঘণ্টা কাজ করা এবং কঠোর কাজের চাপ সহ্য করা এখন নিয়মে পরিণত হয়েছে। কিছু কর্মীকে প্রতিদিন ২৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। নেহা জানান, ম্যানেজাররা তাদের বিশ্রামের সময়টুকু ট্র্যাক করেন এবং সামান্য বিরতিতেও নজরদারি করা হয়।

কর্মীরা অ্যামাজনের কঠোর উপস্থিতি নীতিরও সমালোচনা করেছেন। একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যদি আমরা স্বাস্থ্যের কারণে বা পারিবারিক জরুরি অবস্থার জন্য একদিন মিস করি, আমাদের আইডি ব্লক করা হয়, যা আমাদের জীবিকার ওপর প্রভাব ফেলে।”

একজন শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন কিন্তু বিষয়টি তদন্ত করবেন।

অ্যামাজনের একজন মুখপাত্র নির্দিষ্ট অভিযোগগুলোর জবাব দেননি, তবে তিনি বলেছেন, “আমাদের সহযোগীদের সুরক্ষা এবং সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বিভিন্ন অংশে উচ্চ তাপমাত্রার কারণে উল্লেখযোগ্য তাপপ্রবাহ দেখা দেওয়ায়, আমাদের ভবন এবং রাস্তার বাইরে গ্রাহকদের ডেলিভারি করতে থাকা সহযোগীদের জন্য একটি ‘তাপ স্ট্রেস প্রতিরোধ’ প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে আমাদের ভবনগুলির ভিতরে উন্নত বায়ুচলাচল এবং এয়ার কন্ডিশনিং, সমস্ত সহযোগীদের জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশনের প্রাপ্যতা এবং সহযোগীদের জন্য বিভিন্ন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে শিক্ষা এবং সচেতনতা প্রচার চালানো হচ্ছে।”

কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে, যাদের ভারী প্যাকেজগুলি সঠিক সরঞ্জাম ছাড়াই বহন করতে হয়। নেহা জানান, গরমে ভারী সরঞ্জাম বহন করার সময় বেশ কয়েকজন কর্মী অজ্ঞান হয়ে পড়েছেন। সেই সময় তাদের শুধুমাত্র একটি প্যারাসিটামল দেওয়া হয় এবং পাঁচ মিনিটের মধ্যে কাজে ফিরে যেতে বলা হয়।

অ্যামাজন ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ধর্মেন্দ্র কুমার বলেছেন, তাপপ্রবাহ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যার ফলে কর্মীরা তাদের দাবির পক্ষে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে অ্যামাজন এবং শ্রম মন্ত্রক অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।