Homeগাড়ি ও বাইকপশ্চিমবঙ্গকে সামনে রেখে পূর্বভারতে আরও শক্তিশালী উপস্থিতি তৈরি করতে চাইছে অশোক লেল্যান্ড

পশ্চিমবঙ্গকে সামনে রেখে পূর্বভারতে আরও শক্তিশালী উপস্থিতি তৈরি করতে চাইছে অশোক লেল্যান্ড

প্রকাশিত

কলকাতা: পশ্চিমবঙ্গ-সহ পূর্বভারতের হালকা বাণিজ্যিক গাড়ি (LCV) বাজারে আরও জোরদার উপস্থিতি তৈরি করতে চায় অশোক লেল্যান্ড (Ashok Leyland)। বৃহস্পতিবার কলকাতায় এমনটাই জানালেন সংস্থার প্রেসিডেন্ট (হালকা বাণিজ্যিক গাড়ি, আন্তর্জাতিক অপারেশন, প্রতিরক্ষা এবং পাওয়ার সলিউশন) আমনদীপ সিং।

পশ্চিমবঙ্গের বাজারের উপর জোর দিয়ে গোটা পূর্বভারতে নিজের তৈরি হালকা বাণিজ্যিক গাড়ির অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার কৌশলগত উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ি উৎপাদনকারী সংস্থা অশোক লেল্যান্ড। কারণ, পূর্বভারতে সংস্থার মোট গাড়ি বিক্রির ৫০ শতাংশই হয় পশ্চিমবঙ্গে। ফলে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৃদ্ধি, পরিকাঠামো সম্প্রসারণ এবং এই অঞ্চলে বাণিজ্যিক গাড়ির ক্রমশ বেড়ে চলা চাহিদাকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে সংস্থা।

পূর্বাঞ্চলে একটি গতিশীল এবং নির্ভরযোগ্য সংস্থা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় অশোক লেল্যান্ড। পাশাপাশি সর্বোত্তম হালকা বাণিজ্যিক গাড়ি (এলসিভি) সম্ভার এবং পরিষেবা জোগানের প্রতিশ্রুতি রক্ষার তাগিদও রয়েছে। এই পদক্ষেপটি অশোক লেল্যান্ডের সেই মিশনেরই একটি অংশ।

পশ্চিমবঙ্গের বাজার সম্পর্কে একাধিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি সামনে রাখছে সংস্থা। তাদের মতে, এ রাজ্যে সমৃদ্ধশালী ব্যবসায়িক পরিবেশ রয়েছে। একইসঙ্গে রয়েছে উল্লেখযোগ্য গ্রাহকসংখ্যা এবং বিনিয়োগের জন্য অতিথিপরায়ণ পরিবেশ। এ ধরনের কারণগুলিকে সামনে রেখেই এই অঞ্চলের বাজারে অংশীদারিত্ব বাড়ানোর বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন বাণিজ্যিক গাড়ি বাজারে সংস্থার উপস্থিতি আরও মজবুত হবে, অন্য দিকে এই অঞ্চলের পরিবহণ চাহিদাও আরও সহজে মেটানো সম্ভব হবে।

আমনদীপ এ দিন বলেন, “পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারত সবসময়ই আমাদের জন্য একটি বড়ো বাজার। আমরা ধারাবাহিক ভাবে এখানে সম্ভাব্যতা দেখেছি এবং সামনের সুযোগকে কাজে লাগানোর অপেক্ষায় আছি। আমরা পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের উপস্থিতি জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের জন্য মূল বাজার। এই অঞ্চলের নির্দিষ্ট প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উচ্চ-মানের হালকা বাণিজ্যিক গাড়ি এবং পরিষেবা সরবরাহ করার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “হালকা বাণিজ্যিক গাড়ির বাজার আগামী কয়েক বছরে অনেক দ্রুত বৃদ্ধি পাবে। এর নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। প্রথম কারণটি হল ই-কমার্স। যা প্রত্যন্ত অঞ্চলেও ডোর-টু-ডোর পণ্য সরবরাহে জোর দিচ্ছে। দ্বিতীয়ত, আমাদের খরচের ধরনও একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রচুর পরিমাণে প্যাকেজ করা পণ্যের চাহিদা বাড়ছে। ফলে এই প্যাকেজ করা পণ্যের পরিবহণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাচ্ছে। যে কারণে এই ধরনের গাড়ির চাহিদা বেড়েই চলেছে”।

আরও পড়ুন: আইএসএল: পিছিয়ে থেকে জিতল মোহনবাগান, জামশেদপুরকে হারিয়ে টানা চার ম্যাচে জয়  

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?