Homeশিল্প-বাণিজ্যএক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

এক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

প্রকাশিত

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে মোট জিএসটি (GST) রাজস্ব সংগ্রহ গত বছরের এপ্রিলের জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১.৮৭ লক্ষ কোটিতে পৌঁছেছে। সোমবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এমনই জানানো হল।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম মাসে মোট জিএসটি সংগ্রহ আগের বছরের একই মাসের তুলনায় ১৯,৪৯৫ কোটি বেড়েছে। যা জিএসটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংগ্রহ। উল্লেখযোগ্য ভাবে, এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহের সাক্ষী ছিল গত ২০ এপ্রিল। ওই দিন ৬৮,২২৮ কোটি টাকার জিএসটি সংগৃহীত হয়েছে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ চলতি বছরের জানুয়ারি থেকে প্রত্যেক মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে আগের মাসের তুলনায় ১০ শতাংশ। এপ্রিল মাসে সংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৮৭,০৩৫ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি (CGST) ৩৮,৪৪০ কোটি টাকা, এসজিএসটি (SGST) ৪৭,৪১২ কোটি টাকা, আইজিএসটি (IGST) ৮৯,১৫৮ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৩৪,৯৭২ কোটি টাকা-সহ) এবং সেস ১২,০১২ কোটি টাকা”।

তুল্যমূল্য হিসেবে, গত মার্চ মাসেসংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৬০,১২২ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি ২৯,৫৪৬ কোটি টাকা, এসজিএসটি ৩৭,৩১৪ কোটি টাকা, আইজিএসটি ৮২,৯০৭ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৪২,৫০৩ কোটি টাকা-সহ) এবং সেস ১০,৩৫৫ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৯৬০ কোটি টাকা-সহ)”।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা এবং পুরো বছরের জন্য গড় মাসিক সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে মোট রাজস্ব গত বছরের তুলনায় বেড়েছে ২২ শতাংশ।

প্রসঙ্গত, এপ্রিলে সিকিমের জিএসটি রাজস্ব সংগ্রহের ৬১ শতাংশ বেড়ে হয়েছে ৪২৬ কোটি টাকা। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। অন্য দিকে, আগের মাসের থেকে মাত্র ৪ শতাংশ বেড়েছে গুজরাতে। ২০২২-এর এপ্রিলে যেখানে গুজরাতে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১১,২৬৪ কোটি টাকা, সদ্য শেষ হওয়া এপ্রিলে সেটা হয়েছে ১১,৭২১ কোটিতে।

আরও পড়ুন: বিশেষ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা বাধ্যতামূলক নয়! তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?