সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে মোট জিএসটি (GST) রাজস্ব সংগ্রহ গত বছরের এপ্রিলের জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১.৮৭ লক্ষ কোটিতে পৌঁছেছে। সোমবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এমনই জানানো হল।
👉 #GST revenues for April 2023 are 12% higher than the GST revenues Y-o-Y
— Ministry of Finance (@FinMinIndia) May 1, 2023
👉 Highest tax collected on a single day ever at ₹68,228 crore through 9.8 lakh transactions on 20th April 2023
(2/2)
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম মাসে মোট জিএসটি সংগ্রহ আগের বছরের একই মাসের তুলনায় ১৯,৪৯৫ কোটি বেড়েছে। যা জিএসটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংগ্রহ। উল্লেখযোগ্য ভাবে, এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহের সাক্ষী ছিল গত ২০ এপ্রিল। ওই দিন ৬৮,২২৮ কোটি টাকার জিএসটি সংগৃহীত হয়েছে।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ চলতি বছরের জানুয়ারি থেকে প্রত্যেক মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে আগের মাসের তুলনায় ১০ শতাংশ। এপ্রিল মাসে সংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৮৭,০৩৫ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি (CGST) ৩৮,৪৪০ কোটি টাকা, এসজিএসটি (SGST) ৪৭,৪১২ কোটি টাকা, আইজিএসটি (IGST) ৮৯,১৫৮ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৩৪,৯৭২ কোটি টাকা-সহ) এবং সেস ১২,০১২ কোটি টাকা”।
তুল্যমূল্য হিসেবে, গত মার্চ মাসেসংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৬০,১২২ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি ২৯,৫৪৬ কোটি টাকা, এসজিএসটি ৩৭,৩১৪ কোটি টাকা, আইজিএসটি ৮২,৯০৭ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৪২,৫০৩ কোটি টাকা-সহ) এবং সেস ১০,৩৫৫ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৯৬০ কোটি টাকা-সহ)”।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা এবং পুরো বছরের জন্য গড় মাসিক সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে মোট রাজস্ব গত বছরের তুলনায় বেড়েছে ২২ শতাংশ।
প্রসঙ্গত, এপ্রিলে সিকিমের জিএসটি রাজস্ব সংগ্রহের ৬১ শতাংশ বেড়ে হয়েছে ৪২৬ কোটি টাকা। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। অন্য দিকে, আগের মাসের থেকে মাত্র ৪ শতাংশ বেড়েছে গুজরাতে। ২০২২-এর এপ্রিলে যেখানে গুজরাতে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১১,২৬৪ কোটি টাকা, সদ্য শেষ হওয়া এপ্রিলে সেটা হয়েছে ১১,৭২১ কোটিতে।