Homeশিল্প-বাণিজ্যএক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

এক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

প্রকাশিত

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে মোট জিএসটি (GST) রাজস্ব সংগ্রহ গত বছরের এপ্রিলের জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১.৮৭ লক্ষ কোটিতে পৌঁছেছে। সোমবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এমনই জানানো হল।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম মাসে মোট জিএসটি সংগ্রহ আগের বছরের একই মাসের তুলনায় ১৯,৪৯৫ কোটি বেড়েছে। যা জিএসটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংগ্রহ। উল্লেখযোগ্য ভাবে, এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহের সাক্ষী ছিল গত ২০ এপ্রিল। ওই দিন ৬৮,২২৮ কোটি টাকার জিএসটি সংগৃহীত হয়েছে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ চলতি বছরের জানুয়ারি থেকে প্রত্যেক মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে আগের মাসের তুলনায় ১০ শতাংশ। এপ্রিল মাসে সংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৮৭,০৩৫ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি (CGST) ৩৮,৪৪০ কোটি টাকা, এসজিএসটি (SGST) ৪৭,৪১২ কোটি টাকা, আইজিএসটি (IGST) ৮৯,১৫৮ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৩৪,৯৭২ কোটি টাকা-সহ) এবং সেস ১২,০১২ কোটি টাকা”।

তুল্যমূল্য হিসেবে, গত মার্চ মাসেসংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৬০,১২২ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি ২৯,৫৪৬ কোটি টাকা, এসজিএসটি ৩৭,৩১৪ কোটি টাকা, আইজিএসটি ৮২,৯০৭ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৪২,৫০৩ কোটি টাকা-সহ) এবং সেস ১০,৩৫৫ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৯৬০ কোটি টাকা-সহ)”।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা এবং পুরো বছরের জন্য গড় মাসিক সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে মোট রাজস্ব গত বছরের তুলনায় বেড়েছে ২২ শতাংশ।

প্রসঙ্গত, এপ্রিলে সিকিমের জিএসটি রাজস্ব সংগ্রহের ৬১ শতাংশ বেড়ে হয়েছে ৪২৬ কোটি টাকা। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। অন্য দিকে, আগের মাসের থেকে মাত্র ৪ শতাংশ বেড়েছে গুজরাতে। ২০২২-এর এপ্রিলে যেখানে গুজরাতে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১১,২৬৪ কোটি টাকা, সদ্য শেষ হওয়া এপ্রিলে সেটা হয়েছে ১১,৭২১ কোটিতে।

আরও পড়ুন: বিশেষ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা বাধ্যতামূলক নয়! তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

আরও পড়ুন

বোয়িংয়ে লোকসানের ধাক্কা! ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, পিছিয়ে গেল ৭৭৭এক্স জেটের প্রথম ডেলিভারি

চলমান ধর্মঘটের কারণে ১৭,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে বোয়িং কোম্পানি। একই সঙ্গে ঘোষণা করা...

নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টস-এর নতুন চেয়ারম্যান, কে তিনি

রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েল টাটাকে টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। রতন টাটার মৃত্যুর পর নোয়েল দায়িত্ব গ্রহণ করেন।

উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪ কোটি

উৎসবের আগে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, উন্নয়নমূলক কাজ ও পুঁজি ব্যয়ে গতি আনতে অগ্রিম কিস্তির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত