Homeশিল্প-বাণিজ্যদাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত

দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত

প্রকাশিত

বৃহস্পতিবার (১ জুন) থেকে আরও কিছুটা দাম কমল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। গত মে মাসেও দাম কমানো হয়েছিল এই বাণিজ্যিক সিলিন্ডারের। তবে, বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল আগের মাসের মতোই।

সাধারণত মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম (LPG cylinder price) সংশোধন করে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। মে মাসের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমানো হয়েছিল। এ বার, ১ জুন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অন্তত পক্ষে ৮৩ টাকা কমানো হয়েছে। তবে, ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

দিল্লি: ১৭৭৩ টাকা

কলকাতা: ১৮৭৫.৫০ টাকা

মুম্বই: ১৭২৫ টাকা

চেন্নাই: ১৯৩৭ টাকা

১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

বলে রাখা ভালো, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের তুলনায়, বাণিজ্যিক গ্যাসের দাম বেশি ওঠানামা করে। গত বছর এই সময়ে, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের খুচরো মূল্য ছিল ২,২৫২ টাকা। এক বছরের মধ্যে সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২২৫ টাকা।

ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ভর্তুকি তলানিতে

বছরে ১২টি ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেয়ে থাকেন গ্রাহকরা। তবে সেই ভর্তুকি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে গত কয়েক বছরে। উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি মিললেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ভর্তুকি মূল্য নামমাত্র।

গত চার বছরে এলপিজিতে সরকারের দেওয়া ভর্তুকি সংক্রান্ত পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯ সালে ৩৭,২০৯ কোটি টাকার ভর্তুকি দিয়েছিল সরাকর। ২০১৯-২০ সালে তা কমে হয় ২৪,১৭২ কোটি, ২০২০-২১ সালে ১১,৮৯৬ কোটি এবং ২০২১-২২ সালে তা কমে দাঁড়ায় ১,৮১১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

সম্প্রতি উজ্জ্বলা যোজনার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে, ভরতুকির টাকা সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ভূ-রাজনৈতিক কারণে এলপিজির আন্তর্জাতিক দামে তীব্র বৃদ্ধি ঘটেছে। উজ্জ্বলা যোজনার মেয়াদ বাড়ানোর মূল উদ্দেশ্য হল প্রকল্পের সুবিধাভোগীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া।

পিএমইউওয়াই প্রথম উত্তরপ্রদেশের বালিয়ায় চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে, যা মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য নিখরচায় রান্নার গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

আরও পড়ুন: গরমের ছুটি বাড়ল আরও, জানুন স্কুল কবে খুলবে

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

PhonePe-র নতুন ফিচার UPI Circle: পরিবার-বন্ধুর পেমেন্ট হবে আরও সহজ, একাউন্ট বা UPI ID ছাড়াই

PhonePe নিয়ে এল নতুন ফিচার UPI Circle। এবার পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপ তৈরি করে করা যাবে পেমেন্ট, একাউন্ট বা UPI ID ছাড়াও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

পয়লা বৈশাখে এক দিকে স্বস্তি, অন্য দিকে ধাক্কা! ঋণে সুদ কমাল এসবিআই, আমানতে কোপ

পয়লা বৈশাখে গৃহ ও গাড়ি ঋণে সুদ কমাল এসবিআই, মাসিক কিস্তিতে মিলবে স্বস্তি। তবে এফডি-তে সুদের হার কমায় সঞ্চয়ে কোপ। জেনে নিন এক উদাহরণে কতটা সাশ্রয় সম্ভব।

‘আমেরিকা মন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে’, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে চরম হুঁশিয়ারি মার্কিন বিলিয়নিয়ারের

বিশ্ববাজারে ট্যারিফ-ভিত্তিক অস্থিরতার মাঝে, বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার রে ডালিও যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ নীতি ও বিপুল ঋণের কারণে মন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে