Homeশিল্প-বাণিজ্যইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

প্রকাশিত

গত সপ্তাহের শেষ দিক থেকে নতুন করে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু ইজরায়েলের। যত দিন গড়াচ্ছে, যুদ্ধের প্রভাব বিস্তৃত হচ্ছে।

গত সপ্তাহে, শনিবার ইজরায়েলে রকেট হানা চালায় হামাস। যা কি না, শেষ পাঁচ দশকের সবচেয়ে ভয়াবহ হামলা। এর পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অনেকের আশঙ্কা, এই যুদ্ধ অনেকটাই স্থায়ী হতে পারে। যে কারণে, বেশ কিছু সংস্থা ইজরায়েল থেকে নিজেদের ব্যবসা স্থানান্তরের কথাও চিন্তাভাবনার মধ্যে রাখছে।

ইকনোমিকস টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। কিন্তু বর্তমানে অশান্ত পরিস্থিতির মধ্যে তাদের কাজকর্ম প্রভাবিত হচ্ছে। যদি ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ ক্রমশ চলতে থাকে, তবে সেই সংস্থাগুলি তাদের কাজকর্ম ইজরায়েল থেকে ভারত বা অন্যান্য দেশে স্থানান্তর করতে পারে। টিসিএস এবং উইপ্রোর মতো ভারতীয় আইটি সংস্থাগুলিও এই পরিস্থিতিতে তাদের কাজ ভারতে স্থানান্তর করতে পারে।

পরিসংখ্যান অনুসারে, পাঁচশোর বেশি বহুজাতিক সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। ইন্টেল, মাইক্রোসফ্‌ট এবং গুগলের মতো বড় সংস্থাগুলিও সেই তালিকার মধ্যে রয়েছে। সংস্থাগুলির এই অফিসগুলি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের আকারে পরিচালনা করে। যেখানে ১ লক্ষেরও বেশি কর্মী কাজ করেন।

বিশেষজ্ঞদের মন্তব্য উদ্ধৃত করে ইকনোমিকস টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলে অফিস পরিচালনাকারী সংস্থাগুলি প্রয়োজনে তাদের কাজকর্ম এমন জায়গায় স্থানান্তর করতে পারে যেগুলির আঞ্চলিক সময় ইজরায়েলের মতোই। ভারত ছাড়াও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ বা পূর্ব ইউরোপীয় দেশগুলিকেও বিবেচনা করতে পারে সংস্থাগুলি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তা হলে ব্যবসায়িক কাজে প্রভাব এড়ানোর জন্য বিকল্প অবস্থান খতিয়ে দেখতে পারে সংস্থাগুলি। সেক্ষেত্রে বিকল্প স্থান হিসেবে ভারত এবং পূর্ব ইউরোপ লাভবান হতে পারে।

ইজরায়েল-হামাস যুদ্ধ

ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। এর সূত্রপাত গত শনিবার, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন রকেট হামলার মধ্য দিয়ে। মাত্র ২০ মিনিটে হাজার পাঁচেক রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হামাস। ভেদ করেছে ইজরায়েলের নিশ্ছিদ্র সুরক্ষাবলয়কে।

শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইজরায়েল। পাল্টা আক্রমণ করে গাজা উপত্যকায়। এর পর থেকে মুহুর্মুহু বোমা পড়ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটা দীর্ঘ ও জটিল একটি যুদ্ধ’। জানা গিয়েছে, যুদ্ধে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, বিহারে রেল দুর্ঘটনায় মৃত অন্তত ৪

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

ইউপিআই লেনদেন আরও দ্রুত! ১০ সেকেন্ডেই পেমেন্ট, নতুন নিয়মে বড় পরিবর্তন

ইউপিআই লেনদেন আরও সহজ ও দ্রুততর করল এনপিসিআই। এখন ১০-১৫ সেকেন্ডেই টাকা পাঠানো এবং আইডি ভেরিফিকেশন সম্পন্ন হবে। জেনে নিন আরও কী বদল আসছে ইউপিআই ব্যবস্থায়।

ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া বিশ্ব অর্থনীতিতে, কপালে ভাঁজ ভারতও

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা। ভারতের তেল আমদানি, মূল্যবৃদ্ধি ও শিল্প উৎপাদনে গুরুতর প্রভাব পড়তে পারে।

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে