Homeশিল্প-বাণিজ্যইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

প্রকাশিত

গত সপ্তাহের শেষ দিক থেকে নতুন করে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু ইজরায়েলের। যত দিন গড়াচ্ছে, যুদ্ধের প্রভাব বিস্তৃত হচ্ছে।

গত সপ্তাহে, শনিবার ইজরায়েলে রকেট হানা চালায় হামাস। যা কি না, শেষ পাঁচ দশকের সবচেয়ে ভয়াবহ হামলা। এর পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অনেকের আশঙ্কা, এই যুদ্ধ অনেকটাই স্থায়ী হতে পারে। যে কারণে, বেশ কিছু সংস্থা ইজরায়েল থেকে নিজেদের ব্যবসা স্থানান্তরের কথাও চিন্তাভাবনার মধ্যে রাখছে।

ইকনোমিকস টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। কিন্তু বর্তমানে অশান্ত পরিস্থিতির মধ্যে তাদের কাজকর্ম প্রভাবিত হচ্ছে। যদি ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ ক্রমশ চলতে থাকে, তবে সেই সংস্থাগুলি তাদের কাজকর্ম ইজরায়েল থেকে ভারত বা অন্যান্য দেশে স্থানান্তর করতে পারে। টিসিএস এবং উইপ্রোর মতো ভারতীয় আইটি সংস্থাগুলিও এই পরিস্থিতিতে তাদের কাজ ভারতে স্থানান্তর করতে পারে।

পরিসংখ্যান অনুসারে, পাঁচশোর বেশি বহুজাতিক সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। ইন্টেল, মাইক্রোসফ্‌ট এবং গুগলের মতো বড় সংস্থাগুলিও সেই তালিকার মধ্যে রয়েছে। সংস্থাগুলির এই অফিসগুলি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের আকারে পরিচালনা করে। যেখানে ১ লক্ষেরও বেশি কর্মী কাজ করেন।

বিশেষজ্ঞদের মন্তব্য উদ্ধৃত করে ইকনোমিকস টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলে অফিস পরিচালনাকারী সংস্থাগুলি প্রয়োজনে তাদের কাজকর্ম এমন জায়গায় স্থানান্তর করতে পারে যেগুলির আঞ্চলিক সময় ইজরায়েলের মতোই। ভারত ছাড়াও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ বা পূর্ব ইউরোপীয় দেশগুলিকেও বিবেচনা করতে পারে সংস্থাগুলি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তা হলে ব্যবসায়িক কাজে প্রভাব এড়ানোর জন্য বিকল্প অবস্থান খতিয়ে দেখতে পারে সংস্থাগুলি। সেক্ষেত্রে বিকল্প স্থান হিসেবে ভারত এবং পূর্ব ইউরোপ লাভবান হতে পারে।

ইজরায়েল-হামাস যুদ্ধ

ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। এর সূত্রপাত গত শনিবার, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন রকেট হামলার মধ্য দিয়ে। মাত্র ২০ মিনিটে হাজার পাঁচেক রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হামাস। ভেদ করেছে ইজরায়েলের নিশ্ছিদ্র সুরক্ষাবলয়কে।

শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইজরায়েল। পাল্টা আক্রমণ করে গাজা উপত্যকায়। এর পর থেকে মুহুর্মুহু বোমা পড়ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটা দীর্ঘ ও জটিল একটি যুদ্ধ’। জানা গিয়েছে, যুদ্ধে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, বিহারে রেল দুর্ঘটনায় মৃত অন্তত ৪

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...