২০২৩ সালের জন্য বিশ্বের সেরা ১০০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে বিশ্বের বিখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ (TIME)। এই তালিকায় শুধুমাত্র একটি ভারতীয় কোম্পানি শীর্ষ ১০০-তে স্থান পেয়েছে।
১০০-র তালিকায় কোন ভারতীয় সংস্থা
টাইম ম্যাগাজিনের বিবেচনায়, বিশ্বের সেরা একশো কোম্পানির তালিকায় ঠাঁই পাওয়া ভারতীয় সংস্থাটি হল ইনফোসিস (Infosys)। অভিজ্ঞ আইটি সংস্থা ইনফোসিস একমাত্র ভারতীয় সংস্থা, যেটি এই তালিকায় স্থান পেয়েছে। বিশ্ব জুড়ে মোট ৭৫০টি কোম্পানির তালিকায় ইনফোসিস ৬৪তম স্থানে রয়েছে। ২০২২০ সালের তথ্য অনুসারে, ইনফোসিস ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি হয়ে উঠেছে। সারা পৃথিবীতে এই সংস্থার কর্মী সংখ্যা ৩ লক্ষেরও বেশি।
তালিকার শীর্ষ ৪টি সংস্থা
টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ চার কোম্পানির নাম মাইক্রোসফট (Microsoft), অ্যাপল (Apple), গুগলের মালিকানাধীন কোম্পানি অ্যালফাবেট (Alphabet) এবং ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা (Meta)।
তালিকায় আরও ৭ ভারতীয় সংস্থা
ইনফোসিস ছাড়াও আরও ৭টি ভারতীয় কোম্পানি শীর্ষ ৭৫০ কোম্পানির তালিকায় জায়গা পেয়েছে। অভিজ্ঞ আইটি কোম্পানি উইপ্রো (Wipro) এই তালিকায় ১৭৪তম স্থান অর্জন করেছে। যেখানে আনন্দ মাহিন্দ্রার মাহিন্দ্রা গ্রুপ ২১০তম স্থানে রয়েছে। এই তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নামও রয়েছে এবং কোম্পানিটি টাইম ম্যাগাজিনের ২৪৮তম স্থানে রয়েছে। এই তালিকায় এইচসিএল টেকনোলজিস ২৬২তম স্থান, এইচডিএফসি ব্যাঙ্ক ৪১৮তম স্থান পেয়েছে, ডব্লিউএনএস গ্লোবাল সার্ভিসেস ৫৯৬তম এবং আইটিসি ৬৭২তম স্থান পেয়েছে।
টাইম তালিকার মাপকাঠি
টাইম ম্যাগাজিন কর্মীদের সন্তুষ্টি এবং তাঁদের প্রতিক্রিয়া অনুসারে বিশ্বের শীর্ষ সংস্থাগুলির তালিকা তৈরি করে। এই তালিকা তৈরিতে সংস্থাগুলির তিন বছরের তথ্য ব্যবহার করা হয়েছে। বলে রাখা ভালো, শুধুমাত্র সেই সংস্থাগুলিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের আয় কমপক্ষে ১০ কোটি মার্কিন ডলার। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে যে সংস্থাগুলির আয়ের বহরও যথেষ্ট ইতিবাচক।
আরও পড়ুন: কৃষির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের, চালু হল ইউনিফায়েড পোর্টাল