Homeশিল্প-বাণিজ্যব্যবসায় হাত পাকাচ্ছেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া, বিনিয়োগ এই স্টার্টআপে

ব্যবসায় হাত পাকাচ্ছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, বিনিয়োগ এই স্টার্টআপে

প্রকাশিত

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো সুপারস্টার এখন হাত পাকাচ্ছেন ব্যবসাতেও। সম্প্রতি একটি ওটিটি স্টার্টআপে বিনিয়োগ করে নিজের ব্যবসায়িক যাত্রা শুরু করেছেন তিনি।

জানা গিয়েছে, আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্মে (স্টেজ ওটিটি অ্যাপ) অর্থ বিনিয়োগ করেছেন নীরজ। এই অ্যাপটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার উপর, হিন্দির পাশাপাশি স্থানীয় ভাষায় বিভিন্ন সামগ্রীও এই অ্যাপে পাচ্ছেন গ্রাহক। তবে নীরজের বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, করোনা মহামারির সময় থেকে খুব জনপ্রিয় হয়ে ওঠে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলি। সেগুলিতে বিনিয়োগের বহর বেড়েছে যথেষ্ট। স্টেজ অ্যাপটিও ২০১৯ সালে চালু হয়েছিল। ৬০ লক্ষ বারের বেশি ইনস্টল করা হয়েছে এই অ্যাপ। এ ছাড়াও, প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ এর গ্রাহক। এই ওটিটি অ্যাপটি স্থানীয় ভাষা এবং উপভাষায় বিষয়বস্তুর জন্য বিশেষ ভাবে পরিচিত।

নীরজের মতে, ‘আমরা যে জায়গা থেকে এসেছি সেখানকার সংস্কৃতি, ভাষা এবং উপভাষা প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার পরিচয় এবং এটা নিয়ে আমি গর্বিত। সে কারণেই স্টেজে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমরা বৈচিত্র্য ও ভাষাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব’।

স্টেজের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিনয় সিঙ্ঘল বলেছেন, ‘আমরা নীরজ চোপড়াকে স্বাগত জানাই। তাঁর যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও ভালো ভাবে কাজ করবে। আমরা চেষ্টা করেছি আঞ্চলিক ভাষা ও উপভাষায় বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে দিতে। মানুষের ভালোবাসা আমাদের আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করে’।

ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নীরজ। উল্লেখযোগ্য ভাবে, তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১৬ সালে, বাইডগোসজক্সে, পোল্যান্ডে অনুষ্ঠিত আইএএএফ অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ তাঁর কৃতিত্ব অর্জন। এই পদকের সঙ্গে সঙ্গে তিনি একটি বিশ্ব জুনিয়র রেকর্ডও করেন। অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। ২০১৮, জাকার্তা এশিয়ান গেমসেও জ্যাভলিনে স্বর্ণ পদক জিতেছিলেন। এশিয়ান গেমস ২০২৩-এও সোনা জেতেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে এমনই অনেক পদক। এ ভাবেই তিনি হয়ে উঠেছেন ভারতের ভারতের ‘সোনার ছেলে’।

আরও পড়ুন: তেলঙ্গনা বিধানসভা ভোট: জোড়া আসনে প্রার্থী কেসিআর, চতুর্মুখী লড়াইয়ের ময়দানে আজহারউদ্দিন

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?