Homeশিল্প-বাণিজ্যএ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: এ বার প্যান (PAN) এবং আধার (Aadhaar) বাধ্যতামূলক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। ৩১ মার্চ, ২০২৩ দিনাঙ্কিত অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্যও আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ (Aadhaar enrollment slip) বাধ্যতামূলক হবে।

জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এ বার থেকে প্যান এবং আধার নম্বর, দুটোই জমা দিতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান স্কিম ইত্যাদির মতো পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করার জন্য অর্থমন্ত্রক প্যান এবং আধার নম্বর বাধ্যতামূলক করেছে।

পোস্ট অফিসের প্রকল্পগুলির অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বরটি কাছে না থাকে, তবে আবেদনকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ধারককে অ্যাকাউন্ট নম্বর খোলার তারিখ থেকে ছ’মাসের মধ্যে আধার নম্বর জমা করতে হবে যাতে সেটা স্বল্প সঞ্চয় প্রকল্পটির সঙ্গে লিঙ্ক করা যায়।

ছ’মাসের মধ্যে আবেদনকারী যদি আধার নম্বর জমা না করেন, তা হলে পোস্ট অফিসের প্রকল্পে করা বিনিয়োগ ফ্রিজ করা হবে। যদিও, আধার নম্বরটি জমা করার পরই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেটা পুনরায় চালু করাও সম্ভব।

জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় প্যান বা ফর্ম-৬০ জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দেওয়া হয়, তাহলে নিম্নলিখিত কোনো পরিস্থিতিতে দু’মাসের মধ্যে অবশ্যই জমা দিতে হবে:

১. অ্যাকাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে

২. যেকোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ এক লক্ষের বেশি

৩. এক মাসে অ্যাকাউন্ট থেকে তোলা এবং স্থানান্তরের পরিমাণ ১০ হাজার টাকার বেশি

এ ক্ষেত্রেও যদি প্যান জমা না করা হয়, তা হলে দু’মাসের মধ্যে অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিনিয়োগের সময় পোস্ট অফিস বা ব্যাঙ্ক এগুলি ছাড়া অন্যান্য নথিও চাইতে পারে। তবে এখন থেকে পোস্ট অফিসে বিনিয়োগের জন্য যে তিনটি নথি লাগবেই, সেগুলি হল- বিনিয়োগকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি, আধার নম্বর অথবা নথিভুক্তির স্লিপ এবং প্যান।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাস অপরিবর্তিত

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া বিশ্ব অর্থনীতিতে, কপালে ভাঁজ ভারতও

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা। ভারতের তেল আমদানি, মূল্যবৃদ্ধি ও শিল্প উৎপাদনে গুরুতর প্রভাব পড়তে পারে।

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

ওয়ালটন পরিবার ফের বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ৪৩২ বিলিয়ন ডলার, যা গ্রিস, হাঙ্গেরি ও ইরানের GDP-র থেকেও বেশি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে