Homeশিল্প-বাণিজ্যজিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

প্রকাশিত

জয়পুর: পেট্রোল (petrol) এবং ডিজেল (diesel)-কে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (GST)-র আওতায় আনা যেতে পারে। তবে সব থেকে আগে দরকার এই বিষয়ে জিএসটি কাউন্সিলের পদক্ষেপ। সোমবার, জয়পুরে বাজেট-পরবর্তী আলোচনার উপর বক্তৃতা করার সময় এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

কী ভাবে জিএসটি-র আওতায় আনা যেতে পারে

বাজেট-পরবর্তী সংবাদিক সম্মেলনে পেট্রোল-ডিজেলের দাম, মূদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান রেপো রেট এবং অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর বেশ কয়েকটি প্রশ্নের জবাবও দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পেট্রোল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় নেওয়া যেতে পারে, যদি জিএসটি কাউন্সিলের তরফে প্রস্তাব আসে”। এই পরিষদ একটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে রাজ্যের অর্থমন্ত্রীরা এখানে প্রতিনিধিত্ব করেন।

কেন্দ্রীয় সরকার এই বলে নিজের অভিপ্রায় স্পষ্ট করেছে যে তারা এটিকে জিএসটির অধীনে একটি ‘আইটেম’ হিসাবে রাখবে। মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রথমে দরকার জিএসটি কাউন্সিলের পদক্ষেপ। এ ব্যাপারে খোলামেলা আলোচনারও দরকার।

অনুমোদন প্রয়োজন কাউন্সিলের

পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আসবে কি না, তা নিয়ে জল্পনা অনেক দিনের পুরনো। গত ২০২১-এর জুন মাসে একটি আবেদনের প্রেক্ষিতে কেরল হাইকোর্ট পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলে জিএসটি কাউন্সিলকে। আদালতের নির্দেশের পরে কাউন্সিল কর কাঠামোর আওতায় পেট্রোল এবং ডিজেলের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনাও করে। কিন্তু কাজের কিছুই হয়নি।

এমনিতে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে মন্ত্রীসভার অনুমোদনের প্রয়োজন নেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর আগেও বলেছেন, পেট্রোল এবং ডিজেল ইতিমধ্যেই জিএসটি-র আওতায় রয়েছে, সেগুলোর উপর জিএসটি হার নির্ধারণের জন্য শুধুমাত্র জিএসটি কাউন্সিলের সম্মতি প্রয়োজন। যা নিয়ে কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে করা হবে।

চেষ্টা ছাড়েনি কেন্দ্র!

পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়টি অতীতেও জিএসটি কাউন্সিলের বৈঠকে উঠেছিল। কিন্তু সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, “আদালতের নির্দেশেই বিষয়টি আলোচনায় আনা হয়েছিল কিন্তু সদস্যরা খুব স্পষ্ট ভাবে বলেছেন, তাঁরা পেট্রোল-ডিজেলকে জিএসটি-তে অন্তর্ভুক্ত করতে চান না”। যদিও অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে পেট্রোল-ডিজেলে জিএসটি চাপানোর চেষ্টা ছাড়েনি কেন্দ্র। যা নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলোর সঙ্গে পরামর্শ করাও হয়েছে।

প্রকৃতপক্ষে, জ্বালানি তেল থেকে সংগৃহীত কর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের রাজস্বের একটা অন্যতম উৎস। হয়তো বা সে কারণেই পেট্রোল, ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে অনীহা থাকতে পারে। কারণ হিসেবে বলা যেতে পারে, এই দুই জ্বালানিকে যদি জিএসটি-র সর্বোচ্চ স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হয়, তা হলেও এর উপর থেকে সংগৃহীত করের পরিমাণ এখনকার থেকে অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: ২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিলে গুণতে হবে বেশি টাকা, বাড়ল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং বাণিজ্যিক ঋণের ইএমআই-এর উপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ঋণগ্রহীতাদের ইএমআই আরও ব্যয়বহুল হতে পারে। গৃহঋণের ক্ষেত্রে এর প্রভাব কম থাকতে পারে, কারণ গৃহঋণের সুদের হার রেপো রেটের উপর নির্ভর করে।

অনলাইনে খাবার অর্ডারের চার্জ বাড়াল সুইগি, জোমাটো, কত বাড়তি দিতে হবে?

প্রতি অর্ডারে ১ টাকার বৃদ্ধি গ্রাহকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে সংস্থাগুলি। তবে জোমাটো প্রতিদিন ২২-২৫ লাখ অর্ডার ডেলিভার করে, যার ফলে এই ফি বৃদ্ধিতে প্রতিদিন অতিরিক্ত ২৫ লাখ টাকা আয় বাড়াবে।

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?