Homeশিল্প-বাণিজ্যমূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

মূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: মূল সুদের হার বা রেপো রেট (Repo rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আপাতত রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, মূল বেঞ্চমার্ক সুদের হার থাকছে ৬.৫০ শতাংশ।

গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বিপিএস বৃদ্ধি করেছিল আরবিআই। ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়েছিল। তার পরে রেপো রেট ৬.২৫ শতাংশ করা হয়েছিল শেষ বারের বৈঠকে। গত বছরের মে থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ফের এক বার বৃদ্ধির ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে।

আরবিআই গভর্নর বলেন, “সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক অবস্থা নিয়ে আমরা মূল্যায়ন করেছি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতক্ষণ না মূল্যস্ফীতির টেকসই হ্রাস দেখা যাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে”।

আরবিআই-এর অনুমান, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ভারতীয় অর্থনীতির প্রকৃত জিডিপি বৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ। যা প্রথম থেকে চতুর্থ, চারটি ত্রৈমাসিকের জন্য যথাক্রমে ৭.৮ শতাংশ, ৬.২ শতাংশ, ৬.১ শতাংশ এবং ৫.৯ শতাংশ।

প্রসঙ্গত, যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

আরও পড়ুন: পঞ্জাবের জয়ের দৌড় অব্যাহত, ধাওয়ান-ঝড়ে হারল রাজস্থান

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।