Homeশিল্প-বাণিজ্যমূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

মূল সুদের হার নিয়ে বড়ো সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, আপাতত অপরিবর্তিত রেপো রেট

প্রকাশিত

নয়াদিল্লি: মূল সুদের হার বা রেপো রেট (Repo rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আপাতত রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, মূল বেঞ্চমার্ক সুদের হার থাকছে ৬.৫০ শতাংশ।

গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বিপিএস বৃদ্ধি করেছিল আরবিআই। ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়েছিল। তার পরে রেপো রেট ৬.২৫ শতাংশ করা হয়েছিল শেষ বারের বৈঠকে। গত বছরের মে থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ফের এক বার বৃদ্ধির ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে।

আরবিআই গভর্নর বলেন, “সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক অবস্থা নিয়ে আমরা মূল্যায়ন করেছি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতক্ষণ না মূল্যস্ফীতির টেকসই হ্রাস দেখা যাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে”।

আরবিআই-এর অনুমান, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ভারতীয় অর্থনীতির প্রকৃত জিডিপি বৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ। যা প্রথম থেকে চতুর্থ, চারটি ত্রৈমাসিকের জন্য যথাক্রমে ৭.৮ শতাংশ, ৬.২ শতাংশ, ৬.১ শতাংশ এবং ৫.৯ শতাংশ।

প্রসঙ্গত, যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

আরও পড়ুন: পঞ্জাবের জয়ের দৌড় অব্যাহত, ধাওয়ান-ঝড়ে হারল রাজস্থান

সাম্প্রতিকতম

রাতের বেলায় মহিলাদের গ্রেফতারকে ‘অবৈধ’ বলা যাবে না, তবে মানতে হবে শর্ত: মাদ্রাজ হাইকোর্ট

মহিলাদের সূর্যাস্তের পর গ্রেপ্তারের আইনি বিধিনিষেধ নির্দেশিকা মাত্র, বাধ্যতামূলক নয় বলে রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে, পুলিশকে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন

ডিজিটাল প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ, নতুন ডোমেন আনছে RBI

ডিজিটাল প্রতারণা রোধে ‘.bank.in’ ও ‘.fin.in’ ডোমেন চালু করল রিজার্ভ ব্যাংক। আন্তর্জাতিক লেনদেনে দ্বিস্তরীয় যাচাই বাধ্যতামূলক। RBI গভর্নরের কড়া বার্তা।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অভূতপূর্ব সাফল্য: ৪.৪৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

কলকাতা,: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অভূতপূর্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

ভারতীয় শেয়ারবাজারে আবারও ধস! সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি পড়ল, নিফটি ২৩,২৫০-র নীচে

সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫) ভারতীয় শেয়ারবাজারে আবারও বড় ধস। সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি হারিয়েছে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে