Homeশিল্প-বাণিজ্যআদানি সংকটের আবহে রিজার্ভ ব্যাঙ্কের অভয়বাণী!

আদানি সংকটের আবহে রিজার্ভ ব্যাঙ্কের অভয়বাণী!

প্রকাশিত

আদানি গ্রুপের বিভিন্ন সংস্থাকে ব্যাঙ্কের দেওয়া ঋণ নিয়ে উদ্বেগ! নাম না করেই শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র বিবৃতি।

আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের (Hindenburg) রিপোর্ট প্রকাশের পর থেকেই ক্রমাগত সংকটে বেড়েছে আদানি গ্রুপের (Adani crisis)। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর কোম্পানিতে এলআইসি, এসবিআই-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বড়ো বিনিয়োগ রয়েছে। ফলে আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে পড়তে পারে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি। এমন প্রেক্ষিতেই রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতি জারি করে জানিয়ে দিল, ভারতের ব্যাঙ্কিং সেক্টর শক্তিশালী এবং স্থিতিশীল রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও নিজের প্রেস বিজ্ঞপ্তিতে আদানি গ্রুপের নাম করেনি আরবিআই।

আদানি গোষ্ঠীর সংকট এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আরবিআই বলেছে, “ব্যাঙ্কিং সেক্টর শক্তিশালী এবং স্থিতিশীল রয়েছে। পর্যাপ্ত মূলধনের পাশাপাশি সম্পদের গুণমান, লিক্যুইডিটি, প্রভিসন কভারেজ এবং লাভের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি যথেষ্ট স্বাস্থ্যকর।”

রিজার্ভ ব্যাঙ্ক আরও বলেছে, “একটি নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক হিসাবে, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আরবিআই ক্রমাগত ব্যাঙ্কিং সেক্টর এবং বেসরকারি ব্যাঙ্কগুলির উপর নজরদারি চালায়। আরবিআই-এর কাছে বৃহৎ ক্রেডিট (CRILC) ডেটাবেস সিস্টেমের তথ্যভাণ্ডার রয়েছে। একটি কেন্দ্রীয় ভাণ্ডার রয়েছে, যেখানে ব্যাঙ্কগুলি নিজেদের রিপোর্ট জমা দেয়। যা ৫ কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থের ঝুঁকি নিয়ন্ত্রণের উদ্দেশে ব্যবহার করা হয়।”

আরবিআই যে পুরো ঘটনা সম্পর্কে সবসময়ই সজাগ, সে কথাও স্পষ্ট করে জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করে রিজার্ভ ব্য়াঙ্ক। ব্যাঙ্কগুলিও আরবিআই-এর জারি করা লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্ক (LEF) নির্দেশিকা মেনে চলছে।

আরও পড়ুন: বিবিসি তথ্যচিত্র বিতর্ক: মানুষ এখনও ডকুমেন্টারি দেখছে, কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে বলল সুপ্রিম কোর্ট

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

ওয়ালটন পরিবার ফের বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ৪৩২ বিলিয়ন ডলার, যা গ্রিস, হাঙ্গেরি ও ইরানের GDP-র থেকেও বেশি।

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে নয়া বিধিনিষেধ জারি করল এনপিসিআই। নিয়ন্ত্রণে আসছে ব্যালেন্স চেক, অটো পেমেন্ট সহ একাধিক এপিআই পরিষেবা। কার্যকর ১ অগস্ট থেকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে