Homeশিল্প-বাণিজ্যশাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

শাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

প্রকাশিত

আকাশছোঁয়া দাম শাক-সবজির দাম। মধ্যবিত্ত নাজেহাল। এ বার আবহাওয়ার কারণে চালের দাম (Rice price) বাড়তে পারে।

বিশ্ববাজারে চালের দাম এমনিতেই চড়া। পরিসংখ্যান বলছে, ১১ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চালের দাম। এরই মধ্যে আবহাওয়াজনিত আশঙ্কা নতুন করে দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ‘এল নিনো‘ (El Nino)-র কারণে কৃষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন। ফলে এশিয়া এবং আফ্রিকার দেশগুলির জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে চালের চাহিদা পূরণ।

বিশ্বের চাল রফতানির ৪০ শতাংশ জোগান দেয় ভারত। ২০২২ সালে ৫ কোটি ৬০ লক্ষ টন চাল রফতানি করেছিল এ দেশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আবহাওয়াজনিত কারণে সে বার রফতানি বেশ কিছুটা কমেছিল। এ বারও আবহাওয়ার কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিলে চালের দাম বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (REA) সভাপতি বিভি কৃষ্ণা রাও সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, “ভারত ছিল সবচেয়ে সস্তার চালের সরবরাহকারী। ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) কারণেই সেটা সম্ভব। কিন্তু নতুন করে ভারতীয় চালের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য সরবরাহকারীরাও দাম বাড়াতে শুরু করেছে।”

বলে রাখা ভালো, বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্যশস্য ধান। এমনকী, বিশ্বের ৯০ শতাংশ চালই উৎপাদিত হয় এশিয়ায়। কিন্তু এল নিনোর কারণে আবহাওয়ার ধরন বদলে গেলে অর্থাৎ, সাধারণত কম বৃষ্টিপাত হলে ধান উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে আবহাওয়াজনিত ঘটনা উৎপাদন ব্যাহত করার আগেই, খাদ্য ও কৃষি সংস্থার বিশ্বব্যাপী চালের মূল্য সূচক ১১ বছরের সর্বোচ্চ উচ্চতার উপরে চলে গিয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, “এল নিনোর প্রভাব কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়, এটি প্রায় সব উৎপাদনকারী দেশে চালের উৎপাদনকে প্রভাবিত করে।”

আরও পড়ুন: একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...