Homeশিল্প-বাণিজ্যআজ থেকে সস্তায় সোনা বেচছে আরবিআই, জানুন দাম, ডিসকাউন্ট, সুদের হার এবং...

আজ থেকে সস্তায় সোনা বেচছে আরবিআই, জানুন দাম, ডিসকাউন্ট, সুদের হার এবং অন্যান্য বিবরণ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

যাঁরা সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন, তাঁদের জন্য একটি বড়ো খবর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র সর্বশেষ সভেরেইন গোল্ড বন্ড (SGB) ট্রাঞ্চ সাবস্ক্রিপশনের জন্য সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর খোলা হবে। কেন্দ্রীয় ব্যাঙ্কও এর দাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। আপনি যদি সভেরেইন গোল্ড বন্ড স্কিম ২০২৩-২৪-এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করে থাকেন, তা হলে নীচের বিস্তারিত বিবরণ আপনার কাজে লাগতে পারে।

কত দিন কেনা যাবে

সভেরেইন গোল্ড বন্ড স্কিমের আওতায় সস্তায় সোনা কিনতে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। সভেরেইন গোল্ড বন্ড স্কিম ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। অনলাইন এবং অফলাইন উভয় মোডে এই স্কিমে সোনা কেনা যায়। যেখানে বিনিয়োগকারীরা ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনায় অর্থাৎ ৯৯.৯ শতাংশ খাঁটি সোনায় বিনিয়োগ করতে পারেন।

স্কিমে সোনার দাম কত

৮ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সভেরেইন গোল্ড বন্ড স্কিমের দ্বিতীয় সিরিজের জন্য ইস্যু মূল্য রেখেছে প্রতি গ্রামে ৫ হাজার ৯২৩ টাকা। এখানে শারীরিকভাবে বা অনলাইনে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা কিনতে পারেন।

অনলাইনে মিলবে ডিসকাউন্টে

আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত বিনিয়োগকারীরা অনলাইনে সভেরেইন গোল্ড বন্ডের জন্য আবেদন করবেন এবং ডিজিটাল মোডের মাধ্যমে টাকা মেটাবেন তাঁদের জন্য প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। ৫০ টাকা ছাড়ের পরে, সভেরেইন গোল্ড বন্ডের ইস্যু মূল্যের মান ৫ হাজার ৮৭৩ টাকায় নেমে আসবে।

সোনায় সুদ কত

বিনিয়োগকারীরা যদি এই স্কিমের আওতায় সোনায় বিনিয়োগ করেন, তা হলে অর্ধবার্ষিক ভিত্তিতে নির্দিষ্ট মূল্যের উপর ২.৫০ শতাংশ হারে সুদ পাবেন। সভেরেইন গোল্ড বন্ডের মেয়াদ ৮ বছর। এবং পাঁচ বছর পরে, গ্রাহকদের অপ্ট আউট করার বিকল্প থাকবে।

কোথায় এই সোনা কেনা যাবে

মনে রাখবেন, এই স্কিমের আওতায় আপনি সোনায় বিনিয়োগ করতে পারেন। তবে হাতে সোনা পাবেন না। এই স্কিমের দ্বিতীয় সিরিজের আওতায়, স্টক হোল্ডিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (SHCIL), পোস্ট অফিস এবং স্বীকৃত স্টক এক্সচেঞ্জ, যেমন এনএসই এবং বিএসই-এর মাধ্যমে সস্তা সোনা কেনা যাবে। আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এখানে বিনিয়োগ করতে পারেন।

কারা সর্বোচ্চ কতটা সোনা কিনতে পারবেন

এই বন্ডের আওতায়, ভারতীয় বাসিন্দারা, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে। একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ৪ কেজি সোনা কিনতে পারবেন। যেখানে ট্রাস্ট ও প্রতিষ্ঠান বছরে ২০ কেজি সোনা কিনতে পারে।

আরও পড়ুন: জি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত খরচ করেছিল?

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।