৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার বেড়ে দাঁড়াল ৪২ শতাংশ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এর ফলে কেন্দ্র রাজ্য ডিএ বৃদ্ধির ফারাক বেড়ে দাঁড়়াল ৩৬ শতাংশ।
বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন অর্থ দফরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
গত ৬ মার্চ বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব ডিএ বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ ডিএ দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ ডিএ অর্থাৎ ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।
তবে এই যুক্তি মানতে নারাজ ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কমর্চারীদের সংগঠন যৌথ মঞ্চ। ডিএ-এর দাবিতে আন্দোলন তাঁরা চালিয়ে ষাবেন বলে জানিয়েছেন।
খবর অনলাইনে পড়ুন:
আর কী পেলে নন্দলালেরা খুশি হবে? ডিএ নিয়ে পাল্টা যুক্তি মমতার