Homeশিল্প-বাণিজ্যভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসালেন ট্রাম্প! টাকার পতন, শেয়ার বাজারে ধাক্কা, আর...

ভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসালেন ট্রাম্প! টাকার পতন, শেয়ার বাজারে ধাক্কা, আর কী হতে পারে আগামী দিনে?

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় কার্যত কেঁপে উঠেছে ভারতীয় বাজার। ট্রাম্প জানিয়েছেন, এই শুক্রবার থেকেই কার্যকর হতে চলেছে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর ২৫% আমদানি শুল্ক। ট্রাম্পের অভিযোগ, ভারত এমন অনেক নিয়ম-কানুন চালু রেখেছে, যা পণ্যের দামের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু আমেরিকার কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসা করা কঠিন করে তোলে। এ ছাড়াও, ভারত আমেরিকায় প্রচুর পণ্য রফতানি করছে, কিন্তু আমেরিকা তুলনায় অনেক কম পণ্য ভারতে পাঠাতে পারছে। ফলে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যে ভারসাম্য নেই, আর তাতেই ক্ষুব্ধ ট্রাম্প।

এই ঘোষণার পরই গিফট নিফটি প্রায় ১৭০ পয়েন্ট হারায়। পাশাপাশি, রেকর্ড পতন হয়েছে ভারতীয় টাকারও—মে মাসের পর এই প্রথম এত বড় পতন হল একদিনে। বুধবার টাকা পৌঁছেছে পাঁচ মাসের সর্বনিম্ন স্তরে।

বাজারে কী প্রভাব পড়বে?

কোটাক মহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি নিলেশ শাহ ইকোনমিক টাইমসকে জানাচ্ছেন, এই সিদ্ধান্ত বাজারের পক্ষে একদমই সুখবর নয়। “যদিও মার্কিন নীতির ভবিষ্যৎ দুর্বোধ্য, তবুও বাজারে আশা ছিল একটা সুবিধাজনক বাণিজ্য চুক্তি হবে,” বলেন তিনি।

তবে শাহ আশাবাদী, দু’পক্ষের মধ্যে সহনশীলতা বজায় থাকলে একটা “TACO” (Trade Agreement on Competitive Offerings) চুক্তি সামনে আসতে পারে। পাশাপাশি, তিনি ভারতের প্রতিযোগিতামূলক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন, “আমাদের প্রকৃত প্রতিরোধ আসছে জিডিপি এবং উৎপাদনশীলতার সীমা থেকে। ভারতকে এই সুযোগে চিনের মতো নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে হবে।”

যেসব পণ্যে প্রভাব পড়তে পারে

বিশেষজ্ঞ গরিমা কাপুর জানাচ্ছেন, এই শুল্কে ভারত পিছিয়ে পড়বে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের মতো প্রতিযোগী দেশের তুলনায়, যাদের পণ্যে কম শুল্ক লাগে আমেরিকায়। বিশেষত ফার্মাসিউটিক্যালস, যা ভারতের মোট রপ্তানির ৩০% মার্কিন বাজারেই যায়—এই খাতে শুল্ক আরোপ হলে বিশাল ধাক্কা লাগতে পারে।

তবে এখনও স্পষ্ট নয় কোন পণ্যগুলির উপর নির্দিষ্ট করে এই শুল্ক বসছে—স্টিল, গাড়ির যন্ত্রাংশ বা ওষুধ—সবই অনিশ্চয়তার মধ্যে।

GDP-তে ধাক্কার সম্ভাবনা

আইসিআরএ-র চিফ ইকনমিস্ট অধিতি নায়ার বলছেন, “আমেরিকা যে হারে শুল্ক এবং জরিমানার হুমকি দিচ্ছে, তাতে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে স্পষ্ট প্রভাব পড়তে চলেছে। ক্ষতির পরিমাণ নির্ভর করছে জরিমানার মাত্রার উপর।” অন্যদিকে কাপুর বলেন, “যদি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কোনও চুক্তি না হয়, তাহলে পুরো বছরের জিডিপি প্রবৃদ্ধি অন্তত ২০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে।”

তবে তড়িঘড়ি কোনও খারাপ চুক্তির চেয়ে একটু দেরিতে হলেও ভাল চুক্তি হওয়াকেই শ্রেয় মনে করছেন অনেকেই।

সব মিলিয়ে বাজারের সামনে এখন অনিশ্চয়তা, উদ্বেগ এবং আলোচনার অপেক্ষা—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও যে খবরগুলো পড়তে পারেন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।