বালিগঞ্জের দাগা নিকুঞ্জে অনুষ্ঠিত ‘Fabric of Music’ ফেস্টিভ্যালে সংগীত, টেক্সটাইল ঐতিহ্য ও শিল্পচর্চার অনন্য মেলবন্ধন। সরোদশিল্পী সৌমিক দত্তের পরিবেশনা ও কর্মশালায় সুর ও বস্ত্রের যুগলবন্দি।
খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার উৎসব ও সংস্কৃতি। প্রবাসী বাঙালিদের মুখ্য বার্ষিক উদ্যাপন দুর্গাপুজোকে কেন্দ্র করে সপ্তাহান্তে সবাই এক জায়গায় জড়ো হওয়া, খাওয়া-দাওয়া, ধুতি-শাড়ি, অঞ্জলি, প্রসাদ, আড্ডা, গানবাজনা... বাংলার বাইরে একটুকরো বাংলার স্বাদ পাওয়ার চেষ্টা।
বহু...