Homeশিক্ষা ও কেরিয়ারNEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম...

NEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৪ সালের নিট ইউজি (NEET UG) পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে তারা তাদের ২৩ জুলাইয়ের রায় বহাল রাখল। শীর্ষ আদালত শুক্রবার বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করা হচ্ছে না। কারণ, প্রশ্নপত্র ফাঁস হলেও তা সীমাবদ্ধ জায়গায় হয়েছে এবং তাতে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়নি।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, “হাজারিবাগ ও পটনার বাইরে আর কোথাও পরীক্ষার পবিত্রতা ভাঙা হয়নি। তাই আমরা নিট ইউজি পরীক্ষা বাতিল করলাম না।”

ডিভিশন বেঞ্চ বলেছে, পরীক্ষাকে ঘিরে এ বছর যেসব ত্রুটি দেখা গেল তা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) শোধরাতেই হবে। এ সব কাণ্ডে ছাত্রদের কোনো স্বার্থ রক্ষিত হয় না।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজকর্ম পর্যালোচনা এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত সুপারিশ করার জন্য ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্র যে প্যানেল তৈরি করেছে তার প্রতি নির্দেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। প্যানেলের কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বেঞ্চ। বেঞ্চ বলেছে, পরীক্ষা পদ্ধতিতে যেসব গলদ রয়েছে তা দূর করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সে সংক্রান্ত রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেব প্যানেল।

এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদন জমা পড়ে। গত ২৩ জুলাই শীর্ষ আদালত সেই সব আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, একেবারে পরিকল্পনামাফিক পরীক্ষার পবিত্রতা নষ্ট করে সবকিছু দুষিত করা হয়েছে, এমন সিদ্ধান্তে আসার মতো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এই রায়ে কেন্দ্রের এনডিএ মুখ কিছুটা হলেও বাঁচল। এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং এ ধরনের আরও কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য গত ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET UG) নেওয়া হয়। তাতে ২৩ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।          

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।