Homeশিক্ষা ও কেরিয়ারNEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম...

NEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৪ সালের নিট ইউজি (NEET UG) পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে তারা তাদের ২৩ জুলাইয়ের রায় বহাল রাখল। শীর্ষ আদালত শুক্রবার বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করা হচ্ছে না। কারণ, প্রশ্নপত্র ফাঁস হলেও তা সীমাবদ্ধ জায়গায় হয়েছে এবং তাতে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়নি।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, “হাজারিবাগ ও পটনার বাইরে আর কোথাও পরীক্ষার পবিত্রতা ভাঙা হয়নি। তাই আমরা নিট ইউজি পরীক্ষা বাতিল করলাম না।”

ডিভিশন বেঞ্চ বলেছে, পরীক্ষাকে ঘিরে এ বছর যেসব ত্রুটি দেখা গেল তা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) শোধরাতেই হবে। এ সব কাণ্ডে ছাত্রদের কোনো স্বার্থ রক্ষিত হয় না।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজকর্ম পর্যালোচনা এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত সুপারিশ করার জন্য ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্র যে প্যানেল তৈরি করেছে তার প্রতি নির্দেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। প্যানেলের কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বেঞ্চ। বেঞ্চ বলেছে, পরীক্ষা পদ্ধতিতে যেসব গলদ রয়েছে তা দূর করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সে সংক্রান্ত রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেব প্যানেল।

এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদন জমা পড়ে। গত ২৩ জুলাই শীর্ষ আদালত সেই সব আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, একেবারে পরিকল্পনামাফিক পরীক্ষার পবিত্রতা নষ্ট করে সবকিছু দুষিত করা হয়েছে, এমন সিদ্ধান্তে আসার মতো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এই রায়ে কেন্দ্রের এনডিএ মুখ কিছুটা হলেও বাঁচল। এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং এ ধরনের আরও কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য গত ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET UG) নেওয়া হয়। তাতে ২৩ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।          

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।