টলিউডে সব সময় ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।
আবারও বলি পর্দায় তাঁকে দেখা যাবে ঋতুপর্ণাকে। ৯০-এর দশকের অতি পরিচিত মুখ দীপক তিজোরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন ছবির বিশ্লেষক তরণ আদর্শ। মাঝখানে লম্বা সময় বিরতি, অভিনয় জগতে ফিরছেন দীপক তিজোরী। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বীণা বক্সী।
তরণ আদর্শ আরও জানান, অভিনয়ের পাশাপাশি একটি অ্যাডভেঞ্চার-থ্রিলার ছবি পরিচালনাও করছেন দীপক। রাজু চাধা ও দীপক তিজোরি প্রযোজিত ‘টিপসি’ ছবিটিতে রয়েছেন পাঁচ অভিনেত্রী।
সম্পতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত মায়াকুমারি। এখনও রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। আর এরই মাঝে এলো সুখবর। আবারও বলিউডের পাড়ি দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। যদিও এই প্রথমবার নয়। ইতিমধ্যেই ৩৩ টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তবে এই প্রথম দীপক তিজোরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

