Homeচাষবাসের খবরক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

প্রকাশিত

পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহৃত কীটনাশক এখন শুধু ফসল নয়, ধীরে ধীরে প্রভাব ফেলছে কৃষকদের মনের উপরও। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, নিয়মিত ও দীর্ঘমেয়াদি কীটনাশক ব্যবহারের ফলে বহু কৃষকের মধ্যে স্মৃতিভ্রংশ, মনোযোগের সমস্যা এবং অবসাদের লক্ষণ দেখা দিচ্ছে। গবেষণার কেন্দ্রে ছিল রাজ্যের এক কৃষিপ্রধান জেলা, যেখানে কয়েক দশক ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ৫০ বছরের ঊর্ধ্বে কৃষকদের মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা গেছে, যাঁরা বছরের পর বছর নিয়মিত কীটনাশক ছিটিয়েছেন, তাঁদের মধ্যে স্মৃতি দুর্বল হওয়া, ধীর চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা অনেক বেশি। প্রায় ২০ শতাংশেরও বেশি কৃষকের মধ্যে মানসিক অবনতি বা অবসাদের লক্ষণ ধরা পড়েছে। তুলনায় যাঁদের কীটনাশকের সংস্পর্শ কম, তাঁদের মধ্যে এই সমস্যা অনেক কম।

বিশেষজ্ঞদের মতে, কীটনাশক মূলত পোকামাকড়ের স্নায়ুতন্ত্র নষ্ট করার জন্য তৈরি হলেও, দীর্ঘদিন মানবদেহে ঢুকলে তা মস্তিষ্কের স্নায়ু কোষ, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণকারী রাসায়নিকের উপর প্রভাব ফেলে। ধীরে ধীরে হওয়ায় এই পরিবর্তন অনেক সময় স্বাভাবিক বার্ধক্য ভেবে এড়িয়ে যাওয়া হয়।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি শুধু শারীরিক নয়, এক বড় জনস্বাস্থ্য সংকট। কৃষকদের জন্য সচেতনতা, সুরক্ষা সামগ্রী ব্যবহার, কম বিষাক্ত চাষপদ্ধতি এবং নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা এখন সময়ের দাবি। নাহলে নীরবে বেড়ে উঠবে এমন এক সমস্যা, যা কৃষি ও সমাজ—দুটির ভবিষ্যৎকেই বিপন্ন করতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

আরও পড়ুন

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।