Homeউৎসবরাখি বন্ধন উৎসবে বাড়িতে বানাতে পারেন এই ৪ রকমের রাখি, কীভাবে বানাবেন...

রাখি বন্ধন উৎসবে বাড়িতে বানাতে পারেন এই ৪ রকমের রাখি, কীভাবে বানাবেন জেনে নিন

প্রকাশিত

রাখি বন্ধন উৎসব প্রায় এসেই গেল। ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। রাখি উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়।

কিন্তু বাড়িতে কীভাবে রাখি বানাবেন। খুব সহজেই আধুনিক ডিজাইনের রাখি নিজের হাতে বানাতে পারেন ভাইয়ের জন্য।

উলের রাখি

উলের রাখি বানাতে লাগবে পছন্দের রঙের উলগোলা। বিভিন্ন রঙের বানাতে হলে একাধিক রঙের উল ব্যবহার করতে হবে।প্রথমে বাঁ হাতের চারটি আঙুল এক সঙ্গে করে উলের মুখটি নিয়ে আঙুলের মধ্যে বেশ খানিকটা পেঁচিয়ে নিতে হবে। তারপর উলটি কাঁচি দিয়ে কেটে গোলা থেকে আলাদা করতে হবে। এই বার হাত থেকে উল ওই অবস্থায় রেখেই খুলে ফেল আনতে হবে।সেই উল এক টুকরো ছোটো উল দিয়ে ঠিক মাঝ বরাবর বেঁধে নিতে হবে। উলের চার দিকটা কাঁচি দিয়ে কেটে গোল আকার দিতে হবে।

এই ভাবে দুই থেকে তিনটি রঙের উল নিয়ে ছোটো গোল ফুলের মতো করে নিতে হবে। তবে নজর রাখতে হবে সব ক’টি যেন এক মাপের না হয়। কোনোটা ছোটো কোনোটা বড়ো বানাতে হবে।

এর পর বড়ো মাপের উলের গোল ফুলগুলি আঠা দিয়ে পর পর বসিয়ে নিতে হবে।

এরপর হাতে বাঁধার মতো মাপ করে একটি উলের টুকরো নিয়ে এই উলের ফুলটির নীচে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে একটি ছোটো কাগজের টুকরো। ফুলটির পেছনে উলের টুকরোটি মাঝ বরাবর বসিয়ে আঠা দিয়ে তার ওপর কাগজের টুকরোটি সাঁটিয়ে দিতে হবে।

এরপরে ফুলটি উলটে নিয়ে সোজা পিঠে কিছু নকশা করা যেতে পারে। তার জন্য বাজারচলতি পুঁতি বা রংবেরঙের স্টোন ব্যবহার করা যেতে পারে। এই সবই পছন্দমতো ব্যবহার করা যাবে। সবটাই আঠা দিয়ে ফুলটির ওপর আটকাতে হবে। ব্যাস তৈরি উলের রাখি।


বৈদিক রাখি

দুর্বা, অক্ষত অর্থাৎ অখন্ড চাল, চন্দন, সরষে ও জাফরান এই পাঁচটি সামগ্রী দিয়ে বৈদিক রাখি বানানো যায়। এইবার সমস্ত সামগ্রী একটি হলুদ রেশম কাপড়ে বেঁধে নিন, সেলাইও করে নিতে পারেন। এই পাঁচটি উপকরণ ছাড়া, হলুদ, কড়ি বা গোমতী চক্রও এতে রাখতে পারেন। সেলাইয়ের পর মৌলীসুতোয় গেঁথে নিন এটি। এই উপায় ভাইয়ের জন্য বৈদিক রাখি তৈরি করা যায়।


লাল টিপের রাখি

বাড়িতে শুধু লাল টিপ থাকলেই এই রাখি বানিয়ে নিতে পারবেন।

রাখির বেসটা প্রথমে গোল করে কেটে নিন। তারপর বাড়িতে মাঝারি লাল টিপ ওই বেসের উপর গোল করে সাজিয়ে লাগিয়ে নিন। টিপে তো এমনিতেই আঠা থাকে, তাই আলাদা করে আঠার প্রয়োজন হয় না। ভরাট করে টিপ লাগিয়ে নিন। তারপর টিপের উর লাগিয়ে নিন চুমকি। একেবারে মাঝে বসিয়ে দিয়ে ছোট সাদা পুতি। এরপর রাখির বাঁধার ফিতে বানিয়ে নিন।

লাল ফিতের মধ্যে বিভিন্ন আকারের পুতি ভরে, মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিন বানিয়ে রাখা টিপের ডিজাইনের রাখি। তারপর দু’দিকে শক্ত করে সুতো বেঁধে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে টিপের রাখি।

শিফন সুতোর রাখি

পদ্ধতি একই। খালি উলের বদলে ব্যবহার করতে হবে বিভিন্ন রঙের শিফন সুতো। বেঁধে নেওয়ার পর ছোটো ব্রাশ দিয়ে ফুলটিকে ভালো করে আছড়ে নিতে হবে।

এরপর চার দিকটা সমান ভাবে গোল করে কেটে নিতে হবে। পেছনে একটি রঙিন রিবন ব্যবহার করা যায়। তা কাগজের মাধ্যমে আঠা দিয়েই আটকাতে হবে।

এরপর সাজানোর পালা। সাজানোর জন্য বাজারে নানান রকমের পুঁতি ও স্টোন বা জরি পাওয়া যায়। সেগুলিকে আঠার মাধ্যমে রাখির ওপর বসিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তা হলেই তৈরি শিখন সুতোর রাখি।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

ছট পুজো ২০২৪: জানুন নহাই খাই থেকে উষা অর্ঘ্য – দিনক্ষণ, মহরত, রীতি ও গুরুত্ব

সূর্য দেবতা ও ছটি মাইয়াকে নিবেদিত এক গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব ছট পুজো। এই চারদিনের...

বড়দিনে উৎসব মুখর কলকাতা, ভিড় উপচে পড়ল পার্ক স্ট্রিট থেকে চিড়িয়াখানায়

কলকাতা: বড়দিনে জনসমুদ্র উপচে পড়ল পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন...

রাখিবন্ধনে উৎসবে কী ভূমিকা শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী, শুভ ও লাভ, যম ও যমুনার? এই অজানা কাহিনীগুলি কী জানেন?  

রাখি পূর্ণিমার পবিত্র উৎসব হল ভারতীয় উপমহাদেশের ভাই বোনের প্রেম প্রীতির অন্যতম বন্ধন উৎসব। এই উৎসব যত না উৎসবের আনন্দ তার চেয়েও অনেক বেশি দায়িত্বের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে