Homeউৎসবরাখিবন্ধনে উৎসবে কী ভূমিকা শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী, শুভ ও লাভ, যম ও যমুনার?...

রাখিবন্ধনে উৎসবে কী ভূমিকা শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী, শুভ ও লাভ, যম ও যমুনার? এই অজানা কাহিনীগুলি কী জানেন?  

প্রকাশিত

রাখি পূর্ণিমার পবিত্র উৎসব হল ভারতীয় উপমহাদেশের ভাই বোনের প্রেম প্রীতির অন্যতম বন্ধন উৎসব। এই উৎসব যত না উৎসবের আনন্দ তার চেয়েও অনেক বেশি দায়িত্বের।

এই বন্ধন যেন সবার কাছেই এক আশীর্বাদ। আর তাই সাম্প্রতিক অতীতের রবি ঠাকুরের রাখি বন্ধন উৎসব যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়, তেমনই সনাতন হিন্দু সংষ্কৃতি আমাদের কাছে রাখির যা ইতিহাস তুলে ধরে তা ভাই বোনের মায়া মমতা ভরা সম্পর্ককে রাখির বন্ধনের মাধ্যমে আরও বেশি সুদৃঢ় করে। 

কলকাতায় রাখিবন্ধন উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ২০ জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করার পর জাতি বর্ণ নির্বিশেষে সকলেই আন্দোলন প্রতিবাদে মুখর হয়ে ওঠে। ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের দিন ঠিক হয়। সেই দিন হিন্দু মুসলমান একে অপরের হাতে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে বেঁধে দেন রাখি। সেই থেকে চল হয় রাখি উৎসবের।

তবে বাঙালি ছাড়া মূলত অবাঙালি সম্প্রদায় পাঞ্জাবি ও মারোয়াড়িদের মধ্যে এই রাখিপূর্ণিমার উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। তবে রাখি পরানোর বিষয়টির সঙ্গে যোগ রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনিরও।  

শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী-

মহাভারতের কাহিনি থেকে জানা যায়, একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লাগে। সেই ক্ষত থেকে রক্তপাত হতে শুরু হয়। তা দেখতে পেয়ে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। তার পর থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন সখী হিসাবে মানতে শুরু করেন। এই উপকারের প্রতিদান দেওয়ারও অঙ্গীকার করেন কৃষ্ণ। এর পর পাশা খেলায় পান্ডবরা সর্বস্ব খুইয়ে যখন দ্রৌপদীকে কৌরবদের হাতে তুলে দিতে বাধ্য হয়, দ্রৌপদীর চরম বিপদ এসে পড়ে। দুঃশাসন তাঁর বস্ত্রহরণ করতে গেলে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে স্মরণ করেন। দ্রৌপদীর সম্মানরক্ষা করে সেই শ্রীকৃষ্ণ সেই প্রতিদান দেন। সেই সময় থেকে এই ভাবেই রাখিবন্ধন উৎসবের প্রচলন হয়।

যম ও যমুনা-

পুরাণ কথা অনুযায়ী, এক বার যমুনা নদী যমরাজকে রাখি পরিয়েছিলেন। তাতে খুশি হয়েছিলেন যমরাজ। তিনি যমুনা নদীকে অমরত্বের আশীর্বাদ দেন। তার পর থেকেই এটাই প্রচলিত বিশ্বাস যে, যদি কোনো বোন বা দিদি ভাই বা দাদার হাতে রাখি বাঁধে তা হলে সে অমরত্ব প্রাপ্ত হবে।

শ্রী গণেশের পুত্র শুভ ও লাভ-

আবার এও কথিত আছে ভগবান শ্রী গণেশের দুই পুত্র শুভ এবং লাভ একবার খুব জেদ ধরে তারা তাদের বোনের কাছেই রাখী পরবেন। উপায় না দেখে ভগবান গণেশ তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির গর্ভ থেকে এক কন্যার সৃষ্টি করেন যিনি সকলের কাছে সন্তোষী মাতা রূপে পরিচিত তিনি। তিনি তারপর দুই দাদা শুভ এবং লাভের হাতে রাখী বেঁধে দেন। সেই থেকেও রাখী বন্ধন উৎসব ভাইদের কল্যাণ কামনায় করা হয় বলে জানা গেছে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

দোষী ‘সাব্যস্ত’ করে পুলিশ-প্রশাসন কাউকে শাস্তি দিতে পারে না, ‘বুলডোজার নীতি’ মামলায় সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট বুলডোজ়ার নীতির বিরুদ্ধে রায় দিয়ে জানাল, অপরাধের অভিযোগে কারও বাড়ি ভাঙা যাবে না। নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষেই এমন ব্যবস্থা নেওয়া যাবে।

এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এ বার ট্যাব দুর্নীতির হদিশ সাগরে। সাগরের একটি স্কুলের ৩১ জন...

বিহারের অনুষ্ঠানে মোদীর পা ছুঁতে গেলেন নীতীশ কুমার, মন কাড়ল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

দরভাঙায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১৬টি ইঞ্জিন

দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডস মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে...

আরও পড়ুন

ছট পুজো ২০২৪: জানুন নহাই খাই থেকে উষা অর্ঘ্য – দিনক্ষণ, মহরত, রীতি ও গুরুত্ব

সূর্য দেবতা ও ছটি মাইয়াকে নিবেদিত এক গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব ছট পুজো। এই চারদিনের...

বড়দিনে উৎসব মুখর কলকাতা, ভিড় উপচে পড়ল পার্ক স্ট্রিট থেকে চিড়িয়াখানায়

কলকাতা: বড়দিনে জনসমুদ্র উপচে পড়ল পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন...

রাখি বন্ধন উৎসবে বাড়িতে বানাতে পারেন এই ৪ রকমের রাখি, কীভাবে বানাবেন জেনে নিন

রাখি বন্ধন উৎসব প্রায় এসেই গেল। ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। রাখি উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে