Homeজীবন যেমনমুখের অবাঞ্ছিত লোম দূর করতে মেনে দেখুন এই ৫ টি উপায়

মুখের অবাঞ্ছিত লোম দূর করতে মেনে দেখুন এই ৫ টি উপায়

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের অবাঞ্ছিত লোম খুবই অস্বস্তিকর, লজ্জাজনক। তারা যে কোনও উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছে লোম দেখা যায়। কিন্তু সেই লোম তুলতে গিয়ে যেন কালঘাম ছুটে যায়।

তবে ঘরোয়া কিছু টোটকাও আছে। সেই ঘরোয়া উপায়গুলি মেনে চললে চটজলদি আপনি মুক্তি পাবেন অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে।

১। পাকা কলা ও ওটমিল-

১ টা পাকা কলা ২ চামচ ওটমিলের সঙ্গে মিশিয়ে ভালো করে চটকে নিন। এই মিশ্রণটি মুখে মেখে ১৫-২০ মিনিট মালিশ করুন। সপ্তাহে অন্তত ২ দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারলে কমে যাবে মুখের লোমের ঘনত্ব।

২। ছোলার ছাতু ও দই, হলুদ গুঁড়ো ও দুধ-

আধ কাপ ছোলার ছাতুর সঙ্গে ১ চামচ দই, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ কাপ দুধ মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ মুখে আলতো করে লাগিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তার পর উষ্ণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।

৩। চিনি, কর্নফ্লাওয়ার ও ডিম-

১ চামচ চিনি, আধা চামচ কর্নফ্লাওয়ার আর ১টা ডিম ফাটিয়ে এক সঙ্গে মিশিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ অন্তত মিনিট কুড়ি মুখে লাগিয়ে রাখুন। তার পর শুকিয়ে গেলে ‘পিল অফ’ করে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারলে কমে যাবে মুখের লোমের ঘনত্ব।

৪। পাকা পেঁপে, হলুদ, অ্যালোভেরা-

২ চামচ পাকা পেঁপে বেটে তার সঙ্গে আধ চামচ হলুদ গুঁড়ো ও ৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ঘন করে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই পদ্ধতি কাজে লাগান। এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।

৫। পাতি লেবু, মধু-

১ টা গোটা পাতি লেবুর রস আর তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে অন্তত ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন, এতে মুখের লোমের ঘনত্ব অনেকটাই কমে যাবে।

রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইনে।

সাম্প্রতিকতম

ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

অনেকেই লেমনগ্রাস টি খেয়ে ডিটক্স করেন বা ওজন কমান। কিন্তু গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা কিডনি অসুস্থতায় ভুগছেন, তাঁদের জন্য এই হার্বাল টি বিপজ্জনকও হতে পারে।

আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করব?

আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনলাইন পদ্ধতি জেনে নিন। কী কী ডকুমেন্ট লাগবে এবং কত দিনে আপডেট হবে, সব তথ্য এক জায়গায়।

রেশন কার্ডে নতুন সদস্য কীভাবে যুক্ত করব?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডে নতুন সদস্য যোগ করার অনলাইন পদ্ধতি জানুন। সহজ স্টেপ-বাই-স্টেপ গাইড ও অফিসিয়াল লিংক সহ।

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

আরও পড়ুন

ত্বকের জেল্লা ফেরাতে ভরসা ভিটামিন সি সেরাম, জেনে নিন সঠিক ব্যবহার পদ্ধতি

ভিটামিন সি সেরাম ত্বককে দাগছোপমুক্ত ও উজ্জ্বল করে তোলে। জেনে নিন কখন, কীভাবে এবং কীসঙ্গে ব্যবহার করবেন এই অ্যান্টিঅক্সিড্যান্ট।

গরমে ঠোঁট ফাটছে? ঘরেই বানান বিট-নারকেল তেলের লিপবাম, জেনে নিন উপায়

গরমে জলশূন্যতায় ঠোঁট ফাটছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিট, নারকেল তেল ও ভেসলিন দিয়ে তৈরি করবেন প্রাকৃতিক লিপবাম।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।