Homeখবরআর মাত্র চার দিন, তার পরেই দেবীপক্ষ, পুজোর জন্য প্রস্তুত কলকাতা    

আর মাত্র চার দিন, তার পরেই দেবীপক্ষ, পুজোর জন্য প্রস্তুত কলকাতা    

প্রকাশিত

সারা বছর ধরে বাঙালি অপেক্ষা করে থাকে। একটা পুজো চলে গেলে, আবার একটা পুজো আবার কবে আসবে, সেই অপেক্ষায় দিন গুনতে থাকে। সেই পুজো এসে গেল। উমা বাপের বাড়িতে পা দিলেন বলে। আর চার দিন পরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ।

প্রতিমাশিল্পীরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। বনেদি বাড়িগুলিতে পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কোনো কোনো গৃহস্থবাড়িতে পারিবারিক রীতি অনুযায়ী মা দুর্গার বোধনও হয়ে গিয়েছে। মহানগরীর সর্বজনীন পূজামণ্ডপগুলিতে এখন একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে। এরই মধ্যে সুখবর বয়ে আনছে আবহাওয়া। নিয়মিত বৃষ্টি বিদায় নিয়েছে। টুকটাক যা হচ্ছে, তা সারা বছরই হয়ে থাকে।     

মহানগরের বিখ্যাত পটুয়াপাড়া কুমোরটুলির ব্যস্ততা এখন দেখার মতো। মা পটুয়াপাড়া থেকে পূজামণ্ডপের পথে রওনা দিতে শুরু করেছেন। তবে এখনও স্টুডিওতে অনেকেই আছেন। তাঁদের আরও সুন্দর করে তুলছেন শিল্পীরা।

মহানগরের বিখ্যাত সর্বজনীন পুজোর প্রস্তুতি প্রায় শেষ। এখন অনেকেই তাদের পুজো-থিমের প্রকাশ অনুষ্ঠানে ব্যস্ত। দক্ষিণ কলকাতার বিখ্যাত দুর্গাপুজো ‘ত্রিধারার অকাল বোধন’-এরও পুজোর থিম এবং মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে হল। তাতে উপস্থিত ছিলেন গায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক দেবাশিস কুমার, সুরকার দেবজ্যোতি মিশ্র, রাজকুমার আগরওয়াল, অম্লান চক্রবর্তী, রাজীব গোয়েনকা, নুমি মেহতা, শিল্পী গৌরাঙ্গ কুইলা, অভিনেত্রী দেবলীনা কুমার প্রমুখ।

ওদিকে কলকাতার সর্বজনীন পূজামণ্ডপগুলির সুরক্ষাব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা-ও খতিয়ে দেখছে মহানগরের পুলিশ। লালবাজার সদর দফতরের অন্যতম আধিকারিক সন্তোষ পাণ্ডের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল মণ্ডপগুলিতে ঘুরে সব যাচাই করে নিচ্ছেন।  

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

৬২তম বর্ষে ‘আগামীর বাংলা’ তুলে ধরবে ঢাকুরিয়ার বাবুবাগান  

টুসু পরবের আঙ্গিকে প্রান্তজনের কথা বলছে এ বারের তেলেঙ্গাবাগান সর্বজনীনের দুর্গাপুজো

৮২তম বছরে সিংহী পার্ক সর্বজনীন তুলে ধরছে রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচ  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন

‘নাকখত দেওয়া উচিত’, ‘বঙ্কিমদা’ সম্বোধনে তীব্র ক্ষোভ, প্রধানমন্ত্রীকে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা

লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করায় প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভায় বাংলার মনীষীদের অসম্মান করার অভিযোগে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।