Homeখবরদেশবিয়েতে পাওয়া 'স্ত্রীধনে' অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

বিয়ের সময় স্ত্রীর পাওয়া সোনা গয়না বা অন্য কোনও মূল্যবান সম্পত্তিতে স্বামীর কোনও অধিকার নেই। সমস্যায় পড়ে সেই সম্পত্তিতে হাত দিলেও পরে তা স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। এক মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় স্ত্রীর ২৫ লক্ষ টাকা ফেরানোর জন্য স্বামীকে নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

মহিলার অভিযোগ, বিয়ের সময় তাঁকে প্রচুর সোনার গয়না দেন তাঁর বাবা। সেই সঙ্গে তাঁকে দু’লক্ষ টাকাও দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রথম রাতের ওই সোনার গয়না ও অর্থ হাতিয়ে নেন স্বামী। সেই অর্থ গয়না তাঁর মাকে দিয়ে দেন।

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

আরও পড়ুন। প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

ওই বধূ আদালতের দ্বারস্থ হন। ২০১১ সালে পারিবারিক আদালত জানায়, মহিলার স্বামী ও শাশুড়ি যে ভাবে টাকা হাতিয়ে নিয়েছেন তা ঠিক নয়। আদালত অবিলম্বে সেই টাকা ফেরত দিতে বলে। কিন্তু স্বামী কেরল হাইকোর্টে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট বলে, মহিলার গয়না ও অর্থের যে অপব্যবহার হয়েছে তা প্রমাণ হচ্ছে না। এরপর ওই বধূ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

‘স্ত্রীধন’ (বিয়েতে স্ত্রী পাওয়া সম্পদ) কখনও যৌথ সম্পত্তি নয়। তা একেবারেই স্ত্রীর নিজস্ব সম্পত্তি। তাই স্বামী তাঁকে নিজের মতো ব্যবহার করতে পারে না। ব্যবহার করলেও তা ফিরিয়ে দিতে হবে স্ত্রীকে। এর পর ওই বধূকে ২৫ লক্ষ টাকা দিতে নির্দেশ দেন স্বামীকে।

কোন আইনে এই অধিকার

একজন হিন্দু মহিলার ‘স্ত্রীধনে’ অধিকার হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর ১৪ ধারা এবং হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-র ২৭ ধারার অধীনে আসে। আইন কোনও মহিলাকে বিয়ের আগে এবং বিয়ের সময় প্রাপ্ত উপহার এবং সম্পত্তির উপর অধিকার দেয়। গার্হস্থ্য হিংসা আইন ২০০৫-এর ২ ধারা নারীদের স্ত্রীধনের অধিকার দেয়। গার্হস্থ্য হিংসার শিকার হলে এই আইনের সাহায্যে তারা তাদের অধিকার ফিরিয়ে নিতে পারে।

সাম্প্রতিকতম

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

খবর অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয়...

সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য, কী আছে ওই ভিডিয়োয়

কলকাতা: সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ মিথ্যা, ভুয়ো। শনিবার সকালে ভাইরাল হওয়া ভিডিয়োতে এমনই...

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

অজন্তা চৌধুরী বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি...

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...