টুইটারের লোগো পাল্টে দিলেন এলন মাস্ক। নীল রঙের পাখি নয়, লোগো হিসারে রয়েছে বাদামি রঙের একটি কুকুরের ছবি। টুইটার কর্তা নিজেই এই ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। অন্য একটি টুইটে তিনি এক ব্যবহাকারীর সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিন শট তুলে দিয়ে লিখেছেন, ‘কথা রাখলাম’। ১৭ বছর পর বদল করা হল লোগো।
সোমবার থেকে ইউজাররা দেখতে পারেন পান টুইটারের লোগো হিসাবে চিরাচরিত নীল পাখি নেই। তার জায়গায় এসেছে একটি বাদামি রঙের কুকুর। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থা তাদের লোগোতে এই একই কুকুর ছবি ব্যবহার করে। অজস্র মিমেও এই কুকুরের ছবিটি ব্যবহার করা হয়। নেটমাধ্যমে বেশ জনপ্রিয় এই কুকুরের ছবিটি।
— Elon Musk (@elonmusk) April 3, 2023
কেন হঠাৎ এই লোগো তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে চর্চা শুরু হতেই এলন একটি ছবি টুইট করেন। তাতে দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার এক গাড়ি চালকের লাইসেন্স পরীক্ষা করছেন। লাইসেন্সে যে ছবি লাগানো রয়েছে তা পুরনো পাখির। চালকের আসনে বসা টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা পুরনো ছবি’।
As promised pic.twitter.com/Jc1TnAqxAV
— Elon Musk (@elonmusk) April 3, 2023
প্রশ্ন হল, হঠাৎ কেন ডগিকয়েনের লোগো ব্যবহার করলেন এলন? তবে মনে করা হচ্ছে, টুইটারের শেয়ার কিনতে পারে সংস্থাটি। লোগো পরিবর্তন করে তার ইঙ্গিত দিয়েছেন মাস্ক। তবে এই শেয়ার কেনার সত্যতা সামনে আসার আগেই শুধু টুইটারের লোগো পরিবর্তনে ৩০ শতাংশ দাম বড়েছে ডগিকয়েনের শেয়ারের।
খবর অনলাইনে পড়তে পারেন
পোড়া গরম শহরে, নেই বৃষ্টির সম্ভাবনা