Homeখবরবিদেশআজই যুদ্ধ শুরু করতে পারে ইরান, প্রতিরোধে আগাম আঘাত হানার প্রস্তুতি ইজরায়েলের

আজই যুদ্ধ শুরু করতে পারে ইরান, প্রতিরোধে আগাম আঘাত হানার প্রস্তুতি ইজরায়েলের

প্রকাশিত

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে ইজরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর আক্রমণ শুরু হতে পারে। জি সেভেন দেশগুলিকে সতর্ক করে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইজরায়েলের মাটিতে আক্রমণ প্রতিরোধ করতে ইরানের উপর একটি পূর্বনির্ধারিত হামলার অনুমোদন দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেট এবং তাদের নিজ নিজ প্রধান ডেভিড বার্নিয়া এবং রনেন বার, নেতানিয়াহুর ডাকা একটি বৈঠকে উপস্থিত ছিলেন। যেখানে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ চিফ অফ স্টাফ হারজি হালেভিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। হানিয়া হত্যায় ইজরায়েলের দায়ী করে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী। ইরানের তরফেও প্রতিশোধ মূলক প্রস্তুতি চলছে। এ দিকে ইজরায়েলের পক্ষে দাঁড়িয়ে ঘুটি সাজাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ইরান-ইজরায়েল বিরোধের জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক আকারে যুদ্ধের আশঙ্কা

শনিবার ইরান বলেছে, হিজবুল্লা ইজরায়েলি ভূখণ্ডের গভীরে তার আক্রমণ বাড়াবে। শুধু মাত্র সামরিক প্রতিষ্ঠান নয়, তাদের লক্ষ্যবস্তু আরও বেশি কিছু। সম্প্রতি হিজবুল্লা সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। ৩০ জুলাই, ইজরায়েল দক্ষিণ বৈরুটের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়ে শুকর এবং পাঁচজন বেসামরিক লোককে হত্যা করে।

এমনিতে ইজরায়েলের গাজা আক্রমণের পর থেকে ইজরায়েলি বাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চালিয়ে আসছে হিজবুল্লা। কিন্তু তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বলে রাখা ভালো, এর আগে সর্বশেষ ২০০৬ সালের গ্রীষ্মে একটি ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল ইজরায়েল এবং হিজবুল্লা।

এমন পরিস্থিতিতে ইজরায়েল তার প্রতিপক্ষকে সতর্ক করে বলেছে, যে কোনও “আগ্রাসন”-এর জন্য “খুব ভারী মূল্য চোকাতে হবে”। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, “ইজরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে।” পেন্টাগন বলেছে, তারা মার্কিন কর্মীদের সুরক্ষা এবং ইজরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে।

রিপোর্টে বলা হয়েছে, এ ধরনের ঘটনাক্রমের প্রতিক্রিয়া হিসাবে যথাযথ পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয়ের জন্য জি সেভেন দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।